পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। צ'לסי স্বাধীন রাজ্যস্থাপনের কল্পনা কাৰ্য্যে পরিণত করিতে চেষ্টা করেন। প্রথমতঃ তিনি বাদসাহ ও নবাবের সম্মতিক্রমে নিকটস্থ জমীদারবর্গের অনেক ভূভাগ আপনার জমীদারীভুক্ত করিয়া লন ও ক্রমে ভূষণ বিভাগের নলদী প্রভৃতি পরগণার অধীশ্বর হইয়া উঠেন। * এইরূপে অনেক জমীদারী করায়ত্ত করিয়া অবশেষে তিনি আপনাকে স্বাধীন রাজা বলিয়া ঘোষণা করেন ও আপনার রাজধানীস্থাপনে সচেষ্ট হন। রাজধানীনিৰ্ম্মাণ শেষ হইলে পরে তিনি রাজ্য স্থাপন করিবেন বলিয়া ইচ্ছা করিয়াছিলেন। হরিহরনগরের পর পারে মধুমতীর নিকটে সীতারামের বাজধানী স্থাপিত হয়। তথায়ও তাহার কিছু পৈতৃক ভূসম্পত্তি ছিল। ঐ স্থানে তিনি আপনার সৌভাগ্য-দেবতা লক্ষ্মীনারায়ণ শিলাকে ভূগর্ভপ্রোথিত মন্দিরের মধ্যে প্রাপ্ত হইয়াছিলেন বলিয়া তথায় স্বীয় রাজধানী স্থাপন করেন + এবং সেই স্থানে এক জন সাধু ফকীরের বাস থাকায়, ফকীর সে স্থান পরিত্যাগ • সীতারামসম্বন্ধে এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, তিনি বার ভূইয়া দিগকে দমন করার জন্ত বাদসহ কর্তৃক প্রেরিত হন। পরে নিজে স্বাধীন হইয়। সরকারের রাজস্ব প্রদানে অস্বীকার করেন। কিন্তু সীতারামের বহু পূৰ্ব্বে দ্বাদশ ভৌমিকগণের অবসান ঘটিয়াছিল । + এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, সীতারাম এক দিন অশ্বারোহণে গমন করিতে করিতে এক স্থানে তাহার অশ্বের ক্ষুর প্রোধিত হইয়াছে বলিয়া জানিতে পারেন । অশ্ব চলিতে অশক্ত হওয়ায়, সীতারাম অশ্ব হইতে অবতরণ করিয়া অশ্বক্ষুর উত্তোলন করেন এবং কি কারণে তথায় অস্বকুর প্রোধিত হইল তাহার অনুসন্ধানের জন্ত সেই স্থান খনন করাইতে করাইতে, প্রথমে একটা ত্রিশূল, পরে মন্দিরের চুড়া ও মন্দির দেখিতে পান। উক্ত মন্দির মধ্যে লক্ষ্মীনারায়ণ শিলা ছিলেন । লক্ষ্মীনারায়ণকে প্রাপ্ত হইয়া সীতারামের সৌভাগ্যের সুচনা হয় ।