পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । \&న) কঠোরতা অসহ বোধ করিয়া উদয়নারায়ণ স্বাধীন হইতে ইচ্ছুক হইলেন। বাঙ্গালী ১১২১ সালের প্রথমে বা ১৭১৪ খৃষ্টাব্দে বড়নগর পরিত্যাগ করিয়া তিনি স্বীয় জমীদারীর মধ্যস্থ সুলতানাবাদ পরগণায় বীরকিট নামক স্থানের গড়ে অবস্থিতি করিতে লাগিলেন। এই সুলতানাবাদ পরগণার চারিদিকে পৰ্ব্বত ও জঙ্গল থাকায় তাহা দুর্ভেদ্য হইয়া:উঠিয়াছিল। ইহার বীরকিট ও দেবীনগরে রাজা উদয়নারায়ণ আপনার বাসভবন স্থাপন করেন। বীরকিটীর গড়বাড়ী একটী নাতু্যচ্চ পাহাড়ের উপর অবস্থিত ছিল। পাহাড়ের নীচে পরিখা খনিত হইয়া তাঁহাকে দুর্গম করা হয়। * এই রাজবাড়ীর নিকটে বর্তমান জগন্নাথপুর গ্রামে ক্ষুদ্র পাহাড়ের ন্যায় একটী উচ্চ ডাঙ্গার উপরে তাহার দুর্গ নিৰ্ম্মিত হয়। দুর্গের মধ্যস্থলের ভূমি আরও উচ্চ। সেই উচ্চতর ভূভাগ প্রাচীর হইয়াছিল। তাহার নিম্নস্তরের বিস্তীর্ণ ভূখণ্ডও প্রাচীর বেষ্টিত হইয়া সৈন্তগণের বাসের জন্ত নির্দিষ্ট হয়। এই প্রাচীরের নীচেও সুগভীর খাদ পরিখারূপে খনিত হইয়াছিল। । রাজা উদয়

  • বীরকিটার গড়বাড়ীর ক্ষুদ্র পাহাড় ও তাছার পরিখার চিহ্ন অদ্যাপি বিদ্যমান অাছে। বীরকিট ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ের লুপ লাইনের মুরারই ষ্টেশন হইতে প্রায় ৪to ক্রোশ পশ্চিম ও স্বলতামাবাদের বর্তমান রাজধানী মহেশপুরের নিকট অবস্থিত। রেনেলের মানচিত্রে বীরকট একটা প্রধান নগররূপে অঙ্কিত আছে। বীরকিট হইতে জগন্নাথপুরের গড় প্রায় এক ক্রোশ পূৰ্ব্বে ও দেবীনগর প্রায় চারি ক্রোশ পশ্চিমে । দেবীনগরের নিকট নারায়ণগড় নামক স্থানেও য়াজার একটী গড় ছিল ।
  • জগন্নাথপুরের গড়ের পরিখাদি এখনও দেখিতে পাওয়া যায় । তাহার মধ্যস্থলে সামশিনে সাহেবের দরগt স্থাপিত হওয়ায়, এক্ষণে লোকে তাহাকে সামঙ্গিল সাহেবের গড় বলে ।