পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ծ:ՏՆ, মুর্শিদাবাদের ইতিহাস । অনুগ্রহদৃষ্টি তাহার উপর নিপতিত হইল। * ত্রুমে রাজস্ব বন্দোবস্তে রঘুনন্দন কুলী খাঁর দক্ষিণহস্ত স্বরূপ হইয়া উঠিলেন। ইহার পর রঘুনন্দন নায়েব দেওয়ান এক্রাম খার প্রধান মুৎসুদী হইয়া শুষ্ক বিভাগের বন্দোবস্তে প্রবৃত্ত হন। + তিনি দেওয়ানী বিভাগের অন্যান্ত অনেক কাৰ্য্যও করিয়াছিলেন। মুর্শিদকুলী খাঁ রঘুনন্দনের প্রতি এরূপ সন্তুষ্ট হইয়াছিলেন যে, তাহার বিশেষরূপ উপকারের জন্ত সচেষ্ট হন। সেই সময়ে অযোগ্য ও বিদ্রোহী জমীদারদিগের হস্ত হইতে যে সমস্ত জমীদারী বিচ্ছিন্ন হইতেছিল, কুলী খাঁ রঘুনন্দনকে তৎসমুদায় প্রদান করিতে আরম্ভ করিলেন। রঘুনন্দন ঐ সকল জমিদারী ভ্রাত রামজীবন ও ভ্রাতুষ্পপুত্ৰ কালিকাপ্রসাদ বা কালু কুমারের নামে বন্দোবস্ত করিয়া লন। আমরা নিম্নে তাহদের কয়েকটা প্রধান জমিদারীপ্রাপ্তির উল্লেখ করিতেছি। পরগণা বানগাছির জমীদার ভগবতী ও গণেশরাম বারম্বার রাজস্ব

  • কুলী বঁর প্রিয় পাত্র হওয়া সম্বন্ধেও এক প্রবাদ প্রচলিত আছে । যৎকালে প্রধান কামনগো দপনারায়ণ মুর্শিদকুলী খাঁর কাগজে স্বাক্ষর ও মোহর করিতে অসম্মত হন, সেই সময়ে রঘুনন্দন তাহার সহকারী ও তাছারই নিকটে প্রধান কাননগোর মোহর থাকায় কুলী খাঁ কৌশলক্রমে রযু সনালের দ্বার প্রধান কাননগোর মোহর করাইয়। লন। তদবধি রঘুনন্দন কুলী খাঁর প্রিয়পাত্র হইয় উঠেন। কিন্তু এই প্রবাদের কোন মুল আছে বলিয়া বোধ হয় না। দ্বিতীয় কাননগে৷ জয়নারায়ণের মোহরের উপর নির্ভর করিয়াই কুলী খ সমস্ত কাগজপত্র লইয়া বাদসাহের নিকট গমন করিয়াছিলেন, ইহাই সকল গ্রন্থে দেখিতে পাওয়া যায়।

+ কোম্পানীর পুরাতন কাগজপত্রে রঘুনন্দনকে মুৎহী ও শুদ্ধ বিভাগের কৰ্ম্মচারিরূপে কাশীমবাজারের ব্যবসায়ীদিগকে পীড়াপীড়ি করিতে দেখা যায়। Wilson's Annals Vol. ii.