পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় । 8ፃእ বিচারে নিবিষ্ট থাকিতেন। ঐ সমস্ত কোরাণলিখন মক্কা, মদীন, কারবোলা, বোগদাদ, খোরাসান, জেদী, বসোর, আজমীর, পাণ্ডুয়া, প্রভৃতি পবিত্র স্থানে পঠাইয়া দিতেন। তিনি যুদ্ধকার্য্যে সিপাহী নিযুক্ত করা অপেক্ষা ধৰ্ম্মকাৰ্য্যের জন্য লোক নিয়োগ করা শ্রেয়স্কর মনে করিতেন। এইজন্য র্তাহার সময়ে দুই সহস্র ব্যক্তি কোরাণপাঠের ও মালাজপের জন্য নিযুক্ত হইয়াছিল। সাধু, ফকীর ও বিদ্বানদিগের সেবা করিতে তিনি ভাল বাসিতেন। মহম্মদের জন্ম ও মৃত্যু উপলক্ষে রবিউল আউয়াল মাসের দ্বাদশ দিন ব্যাপিয়া তিনি সন্ত্রান্ত জনগণ হইতে সামান্য দরিদ্র পর্য্যন্ত সকলকে নিমন্ত্ৰণ করিয়া মজলিসে বসাইতেন ও র্তাহাদিগকে পানাহারে তৃপ্ত করিতেন। হইতেন। ঐ সময়ে ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণে লালবাগ হইতে পশ্চিম তীরে উত্তরে মাহীনগর পর্য্যন্ত নদীর উভয় তীর আলোকমালায় ভূষিত হইত। মসজীদ, মিনার, বৃক্ষ, কোরাণের শ্লোক ও নানাবিধ কবিতা আলোকের মধ্য হইতে ফুটিয়া উঠিত। নাজির আহম্মদ আলোক প্রজালিত করিবার জন্য প্রায় লক্ষ লোক নিযুক্ত করিত। সন্ধ্যার সময়ে একবার তোপধ্বনি হইবামাত্র যুগপৎ সমস্ত আলোক প্রজালিত হইয়া দর্শকগণকে চমৎকৃত করিয়া তুলিত। খাজা খিজিরের উৎসব উপলক্ষে আলোকমালায় বিভূষিত হইয়া কাগজনিৰ্ম্মিত হপরিশোভিত কদলী বৃক্ষের বেরা ভাগীরথীবক্ষে ভাসমান হইত। * ফকীর ও দরিদ্রগণ প্রত্যহ তাহার নিকট হইতে 緣 (રે বেরা ভাসান উপলক্ষে মুর্শিদাবাদে যে উৎসব হইয় থাকে তাহার সাধারণ নাম বের বা ব্যার। প্রতি বৎসরের ভাদ্র মাসের শেষ বৃহস্পতি