পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bre মুর্শিদাবাদের ইতিহাস । নজর কেবল বাদসাহের জন্য নহে, নিজের জন্যও গ্রহণ করিয়া শাস্তু ভাব অবলম্বন করিতেন। নবাব মুর্শিদকুলীর ন্তায় পুরুষের পক্ষে ইহা একটী বিশেষ দোষ বলিয়াই বোধ হয়। ইহা হইতে বুঝা যায় যে, সে সময়ে চারিদিকে উৎকোচের স্রোত কিরূপ খরতর বেগে প্রবাহিত হইত। মুর্শিদকুলীর ন্যায় উচ্চ চরিত্রের পুরুষ যাহার হস্ত হইতে আপনাকে রক্ষা করিতে পারেন নাই, তাহার বেগ না জানি কতই প্রবল ছিল। ফলতঃ র্তাহার চরিত্রে দুই একটা দোষ পরিলক্ষিত হইলেও তিনি যে, আদর্শ পুরুষ ছিলেন সে বিষয়ে সন্দেহ নাই। তাহার চরিত্রবল মুসলমান নবাববাদসাহদিগের মধ্যে র্তাহাকে উচ্চতম আসনে স্থাপন করিয়াছে।