পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8మe মুর্শিদাবাদের ইতিহাস । ত্রয়ের পরিণয় সংঘটিত হইয়াছিল। নবাব সুজা উদ্দীন তাহাদিগকেও এক একটা পদ প্রদান করিলেন। জ্যেষ্ঠ নওয়াজেস মহম্মদ বক্সীর পদে নিযুক্ত হইলেন । * দ্বিতীয় সৈয়দ আহম্মদ খাঁকে রঙ্গপুরের ও কনিষ্ঠ জৈনুদ্দীনকে আলিবর্দীর পরে রাজমহালের ফৌজদারী পদে নিযুক্ত করা হইল। মুজাকুলী খাঁ নামে র্তাহার এক পুরাতন কৰ্ম্মচারী হুগলীর ফৌজদারী পদ প্রাপ্ত হইয়াছিলেন। এই রূপে সমুদায় প্রদেশে শাসনের বন্দোবস্ত করিয়া তিনি সম্রাট মহম্মদ সাহের নিকট মুর্শিদকুলী খাঁর নিজ সম্পত্তির কতকাংশ + সহিত অনেক টাকা, কতিপয় হস্তী, অশ্ব ও অনেকানেক বহুমূল্য উপঢৌকন প্রেরণ করিয়া বাঙ্গলার ও উড়িষ্যার শাসনকর্তার পদে সুদৃঢ় হইয়া সাতহাজারী মন্সবদারী ও তৎসঙ্গে মোতামিন উল মুল্ক, সুজা উদ্দৌলা সুজা উদ্দীন মহম্মদ খা বাহাদুর আসদজঙ্গ উপাধি প্রাপ্ত হইলেন। সুজা উদ্দীন মুর্শিদকুলী খাঁর স্তায় বৎসরের শেষে দিল্লীতে রাজস্ব প্রেরণ করিতেন। জগৎশেঠের দ্বারাই তাহা দিল্লীতে প্রেরিত হইত। মুর্শিদকুলী খাঁর সময় সৈন্তসংখ্যা অল্প থাকায়, সুজা তাহার সংখ্যা বৃদ্ধি করেন। তিনি রাজ্যের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য উভয়বিধ বাণিজ্যেরই উন্নতির জন্ত সচেষ্ট হইয়াছিলেন। ইয়ুয়োপীয়দিগের প্রতি তাহার তীক্ষ দৃষ্টি ছিল। সেই জন্য তিনি রাজ্যমধ্যে চৌকী বা শুল্ক আদায়ের স্থানের সংখ্যা বৰ্দ্ধিত করিয়াছিলেন। } • তারিখ বাঙ্গালায় লিখিত আছে যে, নওয়ামে মহম্মদ शै। eथाप्य চবুতরার দায়োগ নিযুক্ত হইয়াছিলেন । • + মুর্শিদকুলীয় প্রায় ৬১ লক্ষ টাকা পাঠান হইয়াছিল। # Holwell. -