পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8స8 মুর্শিদাবাদের ইতিহাস। ফরসাহী, জাহানাবাদ, বৰ্দ্দ, চেতোয়, সেরগড়, গোয়ালাভূম, হাবিলী সেলিমাবাদ, পাণ্ডুয়া, বেলিয়া-বসেন্দরী, ভূরস্কট, তিনহাটি, ও মুর্শিদাবাদ চাকলার মনোহরসাহী প্রভৃতি সমুদয়ে ৫৭ পরগণা অন্তর্নিবিষ্ট হইয়া ২০, ৪৭, ৫০৬ টাকা সংশোধিত জমা বন্দোবস্ত হয় । - মুর্শিদাবাদ, ঘোড়াঘাট, ভূষণ প্রভৃতি চাকলা ব্যাপিয়া বিস্তৃত २ রাজসাহী জমীদারী অবস্থিত ছিল । সমগ্র রাজসাহী । ভারতবর্ষে তৎকালে এরূপ সুবৃহৎ জমীদারী দৃষ্ট হইত না। উদয়নারায়ণের রাজসাহী, সীতারামের নলদী, সৰ্ব্বাণীর ভাতুড়িয়া প্রভৃতি লইয়া সাধারণতঃ এই জমীদারীর স্বষ্টি হয়। পরে বহুসংখ্যক পরগণা ইহাতে অন্তর্নিবিষ্ট হইয়াছিল। ১৭২৫ খৃঃ অব্দে নাটােররাজ রামজীবনের সহিত রাজসাহীর নূতন বন্দোবস্ত হয়। কিরূপে রাজসাহী জমীদারী নাটোরবংশীয়দিগের হস্তে আইসে, তাহ পূর্বে উল্লিখিত হইয়াছে। এই বিস্তৃত জমীদারীতে ধান্তাদি নানাবিধ শস্ত, তুলা ও অপৰ্য্যাপ্ত পরিমাণে রেশম এবং স্বভাবজাত ও শিল্পজাত অসংখ্য দ্রব্য উৎপন্ন হইত। শিল্পজাত দ্রব্যের মধ্যে রেশমী বস্ত্র ও গজদন্তনিৰ্ম্মিত দ্রব্যই প্রধান। রাজধানী মুর্শিদাবাদ, চুণাখালি, কাশীমবাজার ভগবানগোলা, বোয়ালিয়া, কুমারখালি প্রভৃতি প্রসিদ্ধ আড়ঙ্গ এই বিশাল জমীদারীর মধ্যে অবস্থিত ছিল। রাজসাহী জমীদারীর রাজসাহী বিভাগে চাকলা মুর্শিদাবাদের আকবরসাহী, চুণাখালি, গোপীনাথপুর, ফতেজঙ্গপুর, গোয়াস, গয়সাবাদ, কুমারপ্রতাপ, বহুরুল, মহালন্দী, পাটকাবাড়ী, কিসমৎ পলাশী, রাজসাহী, রুকুনপুর, সুলতানাবাদ ইত্যাদি ; ভাতুড়িয়া বিভাগে চাকলা ঘোড়াঘাট প্রভৃতির আমরুল,