পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । سيd: ob মোগল সাম্রাজ্যভুক্ত হইয়া ৪ পরগণায় বিভক্ত ও সরকার উদয়পুর নামে অভিহিত হয়। ত্রিপুরারাজ রামমাণিক্যের জ্যেষ্ঠ পুত্র রত্নমাণিক্য মুর্শিদকুলী খাঁর বহুত স্বীকার করিয়াছিলেন। তাহার ভ্রাতা ধৰ্ম্মমাণিক্যের সহিত মুজ খাঁর সময়ে নুরনগর, মেহেরকুল প্রভৃতি ৪ পরগণায় ৯২, ৯৯৩ টাকা জমা বন্দোবস্ত হয়। কিন্তু জায়গীর ও হস্তীধরার খরচ ৪৫ হাজার টাকা বাদে খালসার জন্য ৪ পরগণায় ৪৭,৯৯৩ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। স্বজা খাঁর সময়েই ধৰ্ম্মমাণিক্য স্বাধীনতা ঘোষণা করিলে, মীর হাবীব কর্তৃক আক্রান্ত হইয়া পুনৰ্ব্বার বহুত স্বীকার করিতে বাধ্য হন। সেই সময়ে উক্ত ৪ পরগণা + ২৪ পরগণায় বিভক্ত হইয়া চাকলা রোসেনাবাদ নাম ধারণ করে, ও ত্রিপুরারাজের সহিত নুতন বন্দোবন্ত হয় । আমরা পরে তাহার উল্লেখ করিতেছি। বিষ্ণুপুরের স্তায় পঞ্চকোট বা পাচেতও রাজপুত ক্ষত্ৰিয়বংশীয় 笃重 রাজগণের অধীন ছিল। ই হার পুৰ্ব্বে বিহারপঞ্চকোট । রাজের অধীন ভূপতিরূপে গণ্য হইতেন। সেরসহ কর্তৃক বিহার রাজবংশের ধ্বংস হইলে, ইহার পরিশেষে মোগল বাদসাহদিগকে পেস্কশ বা নজারান মাত্র প্রদান করিতেন। সীমান্ত রক্ষার জন্ত মোগল বাদসাহ বা নবাবগণ ইহাদিগের রাজ্যের প্রতি বিশেষ কোন রূপ হস্তক্ষেপ করিতেন না। রাজা গরুড়নারায়ণের সহিত প্রথমে পেস্কশের নুতন বন্দোবস্ত হয়। • বাবু কৈলাসচন্দ্র সিংহ ৪ পরগণার স্থলে নুরনগর, মেহেরকুল, বগাসাইর, তীক ও খণ্ডল এই এটা মূল পরগণা বলিতে চাহেন। . . (ब्रांबभांलां ●so श्रृं)