পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>lテ মুর্শিদাবাদের ইতিহাস। ঘোষ বিদ্রোহী হইয় কর্ণসেনের ছয় পুত্রকে বিনাশ করিলে, তাহার রাণী পুত্ৰশোকে বিষপানে প্রাণত্যাগ করেন । তাহার পর রঞ্জাবতীর সহিত কর্ণসেনের বিবাহ হয়। ধৰ্ম্মপাল ইছাইকে দমন করিতে না পারায় রাজ কর্ণসেনকে ময়নাগড়ের অধিপতি করিয়া পাঠান। এই ময়নাগড় মেদিনীপুর জেলার অস্থগত । ধৰ্ম্মপালের তালক ও র্তাহার পাত্র মহামদ রঞ্জাবতীর সহিত কর্ণসেনের বিবাহের বিরোধী ছিলেন। র্তাহার অজ্ঞাতে বিবাহ হওয়ায়, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া ভগিনী ও ভগিনীপতির অনিষ্ট আচরণে প্রবৃত্ত হন। কর্ণসেনের পুত্র না হওয়ায়, মহামদ ভজষ্ঠ ভগিনী ও ভগিনীপতিকে কটুবাক্য প্রয়োগ করিয়া ছিলেন। সেই কারণে রঞ্জাবতী ক্ষোভে পুত্ৰকামনায় নানাবিধ ব্ৰতাদি আরম্ভ করেন। পরে তিনি ধৰ্ম্মরাজের সেবক সুপ্রসিদ্ধ রমাই পণ্ডিতের উপদেশে চাপাইনামক স্থানে শালে ভর দিয়৷ ধৰ্ম্মরাজের তপস্তা করিলে ধৰ্ম্মরাজ সন্তুষ্ট হইয়া রঞ্জাবতীকে পুত্রলাভের বর প্রদান করেন । কাশুপনন্দন মর্ত্যে ধৰ্ম্মরাজের মাহাত্ম্যবিস্তারের জন্ত রঞ্জাবতীর গর্ভে জন্ম গ্রহণ করেন, তিনি ভূমিষ্ঠ হইয়া লাউসেন নামে বিখ্যাত হইয় উঠেন। লাউসেনের প্রতি র্তাহার মাতুল মহামদের ক্রোধ হওয়ায়, তিনি নানা উপায়ে তাহাকে বিনাশ করিতে চেষ্টা করেন। কিন্তু ধৰ্ম্মের কৃপায় ও হনুমানের সাহায্যে তিনি সকল বিপদ হইতে উদ্ধার লাভ করেন। লাউসেনের আর একটা ভ্রাতা স্বল্প হইয়াছিলেন। তাহার নাম কপূর, তিনি ভগবানের মুখস্থিত কপূরচুর্ণ হইতে উৎপন্ন হন বলিয়া তাহার নাম কপূর হয়। লাউসেন ও কপুর মল্লযুদ্ধে শিক্ষিত হইয়া মান স্থানে পরিভ্রমণ করিয়া, আপনাদের বীর্য্যবত্তার পরিচয়