পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজারাম শৰ্ম্মার ভাষোত্তর । જે করিয়া গিয়াছেন। এবং মাতামহী ঠাকুরাণী অদ্যাবধি আমার নিকটে আছেন। আমার মাতামহ অবর্তমানে আমি খাজানাপত্র লইতাম পরে আমার বর্দ্ধমান যাওয়া হইল। এমতে আমারদিগের সকলেই সেখানে গিয়াছিলেন। গড়বাড়ী শ্ৰীগৌরীকান্ত রায়ের জীন্মা করিয়া গিয়াছিলাম । তিন বৎসর বর্দ্ধমানে থাকা হইল । আমার মাতামহের ভ্রাতুপুত্র রাজারাম রায় খামখা জোর করিয়া রাইয়তের স্থানে খাজান লইয়াছেন। গৌরীরায়কে দখল দেন নাই। সন ১১৬২ সন ১১৬৩ দুই সনের খাজানা লইয়াছেন। তসরূফ যে যে করিয়াছেন তাহার ফর্দ দৃষ্ট করিবেন। দুই সনের খাজানা লইলে পর গৌরীরায় আমার নিকট গেলেন কহিলেন তুমি গড়বাড়ী আমার জীষ্ম রাখিয়াছিল । রাজারাম রায়জী জোর করিয়া খাজনা লইলেন । তোমার বিত্ত তোমাকে কহিলাম আমি ফারগ। যে কর্তব্য হয় করহ। ইহা শুনিয়া আমি বৰ্দ্ধমান হইতে আইলাম। আমার সহিত বিরোধ করিয়া কহেন তুমি কেহ নও । অতএব নিবেদন তজবীজ করিতে আজ্ঞা হইবেক । মাফিক তজবীজ যে হয় আমার এলাকা বুঝিয়া দেওয়ান নিবেদন ইতি সন ১১৬৫॥১৫ আষাঢ় । ( 8 ) রাজারাম শৰ্ম্মার ভাষোত্তর । লিখিত স্ত্ররাজারামবেশৰ্ম্মণ: ভালোত্তরপত্রমিদং কার্যক্ষাগে। পরগণে গণকরের তরফ গশকরের মধ্যে মহীশ্বরবাদী ও তরক