পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজারাম শৰ্ম্মার ভাষোত্তর । ( লঙ্কাহারে অন্ত পলাতক প্রজার ডিহি বাড়ি বাশ বৃক্ষ ও জমি সমেত ২•৷২৫ বিশ পচিশ টাকার জমা লইয়াছিল। সেই সামিল গড় বাড়ির জমা এওজ জমী লইয়া মালগুজারি করিতেন তারপর দশ মাস পরে সে বৎসর আম্র সমূহ হইল তাহাতে দুষ্ট লোকে পুনশ্চ সিকদারকে কহিলেক বিশ পচিশ টাকার আম্র গড় বাড়িতে হইয়াছে। রায় মজকুরদিগরের দেশছাড়া অবধি কয়েক বৎসর খামারে বিক্রী, হইতেছে বিনা বড়নগরের লিখনে কিরূপে ছাড়িয়া দিলা । এই সিকদার কহিলেন বড়নগরের একখানি লিখন আনিলে ভাল হয়। আমরা চাকর একখান আশ্রয় থাকে। পুনশ্চ দুষ্ট লোকের কথাতে এই আপত্য হইল। পরে আমার ঠাকুরের দুই ভ্রাতাতে পরামর্শ করিলেন। আমার ঠাকুর অশ্বাস্তি ছিল। পিতৃব্য ঠাকুরকে কইলেন তুমি সহর গিয়া সাহেব রায়জী ফাটকে সংবাদ জ্ঞাত কর রাজা মহাশয় এতস্থানাতে আছেন। তাহার সহিত অতি সৎভাব আচরণ হইয়াছে। তাহার কহিয়া পাঠাইলে কাৰ্য্য হইবেক। এই পিতৃব্য ঠাকুর সহর গিয়া উদয়নারায়ণ রায় মহাশয়কে এবং সাহেব রায়জীকে জ্ঞাত করিলেন। সে বৎসর কালু কোঙর স্বৰ্গীয় হইলে নবাব রাজা মহাশয়কে নাটোর হইতে আনিয়াছেন এতসখানাতে থাকেন। নাজীর আহামদ ও গৌরাঙ্গ সিংহের বন্দোবস্তে রাজ সাক্ষাৎ হইল। পরে রায় মজকুরের ব্রাহ্মণ সদা রাজার নিকট রুক্কু থাকিত কিঙ্কর শৰ্ম্ম নামে। তাহাকে সঙ্গে দিয়া এতসখানাতে রাজার নিকট পাঠাইলেন উক্ত ব্রাহ্মণ কহিলেন মহারাজা ইহ সাহেব রায় ঠাকুরের মাতুল। এহার সাবেক জীদার। কারদিগের ভঙ্গিানে পলাইয়া বিদেশে ছিল সেমতে জমীদার খাস আমল হইয়াছে । y:গঙ্গাতীরে লঙ্কাহার গ্রামের সমীপ্র খনিত গড় সমেত খানাবাড়ি