পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাস্তবাবু
২৮১

কাউন্সিলের সদস্যগণ পুখানুপুঙ্খরুপে পূর্ব শাসন-বিবরণী অনুসন্ধান করিয়া, ডিরেক্টারদিগকে সমস্ত অবগত করাইয়াছিলেন। তাঁহারা আপনাদিগের মস্তব্যের একস্থলে এইরূপ প্রকাশ করেন যে, গত রাজস্বসংক্রান্ত বন্দোবস্তে এমন কোন প্রকার চুরি, ডাকাইতি দেখা যায় না, যাহা হইতে মাননীয় গবর্নর জেনারেল বাহাদুর বিরত থাকা সঙ্গত বিবেচনা করিয়াছিলেন।২৫ হেস্টিংসসাহেবের প্রতি এইরূপ তিরস্কারবর্ষণ হওয়ায়, তিনি স্বীয় প্রিয়পাত্রদিগের আর সেরূপ সুবিধা করিয়া উঠিতে পারিলেন না। সুতরাং কাস্তবাবুর আশা দিগন্তপ্রসারিণী হইতে পারিল না। লোকনাথের নামে যে সকল বেনামী জমিদারী ও মহলাদি ছিল, তাহাতেই তাহার আয় আবদ্ধ হইয়া থাকিল, উত্তরোত্তর আর বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারিল না। ক্লেভারিং, মনসন ও ফ্রান্সিস সদস্যত্রয় হেস্টিংসের ঘোরতর শর্তসাধনে প্রবৃত্ত হইয়া, তাহাকে যে পরিমাণে অপদস্থ করিতে চেষ্টা করিয়াছিলেন, কান্তবাবু প্রভৃতিরও সেই পরিমাণে ক্ষতি হইয়াছে। যদিও হেস্টিংস অনেক সময়ে তাহাদিগকে অগ্রাহ্য করিয়া, নিজের ইচ্ছা পূর্ণ করিবার জন্য প্রয়াস পাইতেন, কিন্তু পরিণামে কর্তৃপক্ষগণের নিকট তিরস্কৃত হওয়ায়, তাহাকে অনেক পরিমাণে শান্তভাব অবলম্বন করিতে হইয়াছিল। সুতরাং কাস্তবাবুরও লাভের ব্যাঘাত ঘটিয়াছিল; নতুবা তিনি বহুলক্ষাধীশ্বর হইয়া বঙ্গদেশে সর্বশ্রেষ্ঠ ধনী বলিয়া পরিচিত হইতে পারিতেন।

 অবিচারপূর্বক কাস্তবাবুকে জমিদারী দেওয়ায়, হেস্টিংসসাহেব কেবল যে, ডিরেক্টারদিগের নিকট হইতে তিরস্কার লাভ করিয়া নিষ্কৃতি পাইয়াছিলেন, এমন নহে। ভারতবর্ষপরিত্যাগের পর যখন ওয়েস্টমিনিস্টার-গৃহে ব্রিটিশরাজ্যের প্রতিনিধিগণের সমক্ষে তাহার সপ্তবর্ষব্যাপী বিচার হয়, তখনও তাহকে ইহার জন্য অশেষ লাঞ্ছনা ভোগ করিতে হইয়াছিল। মহামতি বার্ক, শেরিডান প্রভৃতির অনলবষিণী বস্তৃতায়, যখন তাহার অত্যাচারকাহিনী শ্রোতৃবর্গকে স্তম্ভিত করিয়াছিল, সেই সময়ে এই অবিচারের কথাও ইংলণ্ডের জাতীয় দরবারে উত্থিত হয়। তাহারা অযোধ্যার বেগম ও চেৎসিংহের প্রতি পাশব অত্যাচারের বিবরণের সহিত বঙ্গদেশের হতভাগ্য জমিদারদিগের প্রতি অবিচারের কথাও উল্লেখ করিতে বিস্মৃত হন নাই এবং তৎসঙ্গে হেস্টিংসসাহেবের প্রিয় কাস্তের উদরপূরণের কথাটিও উল্লিখিত হইয়াছিল। হেস্টিংসসাহেবের বিরুদ্ধে যে সকল অভিযোগ উপস্থিত হয়, তন্মধ্যে পঞ্চদশ অভিযোগে কান্তবাবুকে অন্যায়রূপে জমিদারী দেওয়ার কথা দেখিতে পাওয়া যায়। উক্ত অভিযোগের মর্ম এই —পূর্বকথিত গবর্নর জেনেরাল তাহার নিজ বেনিয়ান

 ২৫ “In the late proceedings of the Revenue Board there is no species of speculation from which the honourable Governor-General has thought it right to abstain.” (Beveridge's History of India, Vol. П, р. 385.)