পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গঙ্গাগোবিন্দ সিংহ
৩১৭

পর হেস্টিংসের বিপক্ষদলের ক্ষমতা হ্রাস হওয়ায়, তিনি পুনর্বার গঙ্গাগোবিন্দকে রাজস্ববিষয়ের কার্যে নিযুক্ত করিতে উৎসুক হইলেন। ১৭৭৬ খ্রীস্টাব্দের ৮ই নবেম্বরের সভায় গবর্নর জেনারেল তাঁহার দক্ষতা ও রাজস্ববিষয়ক জ্ঞানের উল্লেখ করিয়া, পুনর্বার গঙ্গাগোবিন্দকে কলিকাতার রাজস্ব-সমিতির দেওয়ানের পদে নিযুক্ত করিলেন।

 হেস্টিংস পাঁচসনা বন্দোবস্তের সময় অধিকাংশ জেলার রাজস্ব আদায়ের জন্য কালেক্টর নিযুক্ত করিয়াছিলেন। গবর্নর জেনারেলের উৎকোচগ্রহণ দেখিয়া, সেই সমস্ত কালেক্টটরগণও নিজ নিজ উদরপূরণে সচেষ্ট হন। ক্রমে কোম্পানীর রাজস্ব বাকী পড়িতে লাগিল। হেস্টিংস কালেক্টরদিগকে শাসন করিতে গেলে, তাঁহারা তাঁহার দোষও প্রকাশ করিতে পারেন, এই আশঙ্কায় হেস্টিংস কালেক্টরী পদ রহিত করিয়া, পুনর্বার দেশীয় লোকদিগের হস্তে রাজস্ব আদায়ের ভার দিলেন। এই সকল দেশীয় কর্মচারিগণের কার্যকলাপপরিদর্শনের জন্য পাটনা, মুর্শিদাবাদ, বর্ধমান, দিনাজপুর, ঢাকা ও কলিকাতা এই ছয় স্থানে ছয়টি প্রবিন্সিয়াল কাউন্সিল বা প্রাদেশিক সমিতি স্থাপিত হইল। গঙ্গাগোবিন্দ কলিকাতার ও দেবীসিংহ মুশিদাবাদ প্রবিন্সিয়াল কাউন্সিলের দেওয়ান নিযুক্ত হইলেন। প্রবিন্সিয়াল কাউন্সিলের সভ্যদিগের হস্তে রাজস্ব-সংক্রান্ত যাবতীয় বিষয়ের ভার ন্যস্ত হওয়ায়, হেস্টিংসের নিজের কোন সুবিধা নাই দেখিয়া, তিনি পুনর্বার প্রাদেশিক সমিতি ভঙ্গ করিবার জন্য বারংবার ডিরেক্টরদিগকে লিখিতে লাগিলেন। অবশেষে প্রাদেশিক সমিতিভঙ্গের পর কলিকাতায় একটি সাধারণ রাজস্ব-সমিতি স্থাপিত হয়। হেস্টিংস গঙ্গাগোবিন্দকে তাহার দেওয়ান এবং তৎপুত্র প্রাণকৃষ্ণকে নায়েব-দেওয়ান নিযুক্ত করেন। পিতাপুত্রে রাজস্ব-বিভাগের ভার হস্তে লইয়া স্ব স্ব ক্ষমতা প্রকাশ করিতে লাগিলেন। গঙ্গাগোবিন্দ সিংহকে প্রধান দেওয়ান নিযুক্ত করিবার পর রায়রায়ানের ক্ষমতা হ্রাস করা হয়।

 এইরূপে গঙ্গাগোবিন্দকে সমস্ত ক্ষমতা দেওয়ায়, ডিরেক্টরগণ সন্তুষ্ট হন নাই। তাঁহারা ১৭৭৪ সালের ৪ঠা জুলাই-এর পত্রে গবর্নর জেনারেলকে এইরূপ লিখিয়া পাঠান যে, কোন দেশীয় মধ্যস্থের দ্বারা রাজস্ব-বিষয়ের কথাবার্তার চালনা করিতে হইলে, রায়রায়ানই তাহার উপযুক্ত পাত্র; গঙ্গাগোবিন্দ সিংহ নহে। কারণ তাহার পদচ্যুতি তাহাকে কোম্পানীর কার্যে অনুপযুক্ত করিয়া তুলিয়াছে। কিন্তু হেস্টিংসসাহেব কাহারও কথা শুনিবার পাত্র নহেন। তিনি গঙ্গাগোবিন্দকে সাধারণ রাজস্বসমিতির দেওয়ান নিযুক্ত করিয়া, যে সমস্ত ভার প্রদান করিলেন, তাহাতে রায়রায়ানের আর কোনই ক্ষমতা থাকিল না। সমিতির দেওয়ানের প্রতি এইরূপ ভাবে ক্ষমতা প্রদত্ত হয় যে, সমিতি হইতে যে সমস্ত কাগজপত্র স্বাক্ষরিত হইবে, দেওয়ান তাহাতে আবার নিজ নাম স্বাক্ষর করবেন। দেওয়ান সমিতির প্রত্যেক অধিবেশনে উপস্থিত
 ৮ Evidence taken in H’s Trial, p. 1169.