পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*iथंग्ञ ठाश्ह । ఫి. রজতের দ্রব যেন হইয়া ক্ষরিত, জলদ-উদর হতে বেগে ধারা হয় বরিষণ । তড়িৎ-প্রভায় দৃষ্টি ক্ষণেক ধাদিয়া, নভো-বাসাঞ্চল যেন ছিন্ন হয়ে হয়গো পতন । পবন-চালিত হয়ে কতই অসংখ্য রূপ ধরে মেঘ-দল, কন্তু বা উড়ন্ত স্থাস, কখন মিলিত চক্রবাকের যুগল, উন্নত প্রাসাদ কভু, সাগর-মন্থন-জাক্ত মৎস্ত ও মকর ; —চিত্র-পদ্ম সম নভ কিবা শোভা ধরে আহা বড়ই সুন্দর ৷ ধৃতরাষ্ট্র-চক্র-সম নভস্তলে ঘোর তম, অতি দৰ্পে গরজিছে, যেন শিখী দুৰ্য্যোধন । অক্ষদুতে পরাজিত মৌন পিক ধৰ্ম্মরাজ, পাণ্ডব এ হংস-কুল অজ্ঞাত নিবাসে আজ ॥ { চিন্তা করিয়া ) অনেকক্ষণ হ'ল মৈত্রেয় বসন্তসেনার ওখানে গেছে— এখনও তো এল না । বিদূষকের প্রবেশ । বিদু —৪ঃ ! বেগু-বেটির কি লোভ –কি অভদ্রতা ! একটা কথাও বলে না,—কিছু না বলে, কোন আদর-যত্ন না দেখিয়ে, অনায়াসে রত্নমালাটি হাত পেতে নিলে গো ! এত ঐশ্বৰ্য্য তবু একবার বল্পে না, “মৈত্রেয় মশায় ! একটু বিশ্রাম করুন, একটু জলযোগ করে যান”— 이