পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । و ه هج সেইরূপ মেঘ আজি ছাইয়া গগন শশাঙ্ক হইতে কর করিছে হরণ ॥ তুমি যা বলে তা ঠিক-–কিন্তু এ কথাও কি সত্য নয় ? তড়িৎ-বলাকা-শোভী লম্বোদর গজরূপী মেঘদল করে গরজন, শেল-সম তাহে দেখ বিদ্ধ হয় বিরহীর মন । হতাশ বকের দল অতি-জল-বৃদ্ধি-হেতু হাহা করে আকুল পরাণে, বধা-ভেরী-নাদ-সম পশে তাহা বিরহিনী-কানে । “প্রাবিট প্রাবিট” বলি যখন তাহারা সবে করে হাহাকার ক্ষত স্থানে সে সময়ে পড়ে যেন ক্ষার ॥ ৰিট —তা বটে বসন্তসেনা –কিন্তু আবার দেখ ;– বালাকা—নভের শ্বেত উষ্ণীষের মত, বিদ্যুৎ-চামর শিরে রয়েছে উদ্যত, জলদে করিতে গজ ইচ্চা মনোগত ॥ বসং —পণ্ডিত ! দেখ দেখ ! তমালের আদ্র পত্র-সম কালো মেঘ স্বৰ্য্য ঢাকি ছাইল গগন । শরাহত গজবৃন্দ যেন —অবসন্ন ধারাহত বলমীকগণ । সৌদামিনী কাঞ্চন-দীপিকা প্রাসাদ উপরে যেন করে সঞ্চরণ ॥ হীন-বল পতি যার