বিষয়বস্তুতে চলুন

পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । , ᎼᏔ☾ দয়া-দক্ষিণ্যের নদী বিগলিয়া গেল চলি স্বদেশ দক্ষিণে, প্রতি রতি অনুরাগ সকলি চলিয়া গেল সে বালা বিহীনে । অলঙ্কত স্বভূষণে ! e সুবদনে । কোথা ও গো ক্রীড়াবিলাসিনি। সৌজন্যের প্রবাহিনি ! হাস্তের পুলিন ! ওগো আশ্রয়দায়িনি! হায় হায় ! নষ্ট হল সৌন্দৰ্য্য-ভাণ্ডার সেই মন্মথ-বিপণি ॥ ( সাশ্রলোচনে ) হায় হায় ! কি কষ্ট ! কি কাজ করিলি তুই বিনাশিয়া এ হেন সুন্দরী তো হতে পাপিষ্ঠ ! হল শ্ৰীভ্রষ্ট এ নির্দোষ নগরী। স্বগত) এই পাপিষ্ঠের অসাধ্য কিছুষ্ট নেই—ও শেষে নিজকৃত দোষ আমার উপরে সংক্রামিত করতেও পারে। এ স্থান হতে প্রস্থান করাই শ্ৰেয় । ( পরিক্রমণ ) শকার –(নিকটে আসিয়া বিটকে ধারণ ) বিট —পাপিষ্ঠ আমাকে স্পর্শ করিসূ নে—তোর সংস্রবে আমি আর থাকৃব না—চল্লেম। শকার –ওরে । বসন্তসেনাকে নিজে বধ করে শেষে আমার নামে দোষ দিয়ে কোথায় পালাচ্চিস্ ?