পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । )\ుని ধাইয়া গগন-পথে হনু-শৈল হতে লঙ্কাদ্বীপে উপনীত হন কোন মতে ॥ (প্রস্থান) তাড়াতাড়ি সংবাহক ভিক্ষুর প্রবেশ। ভিক্ষু —এই কাপড়খানা তো জলে ধুলেম—এখন কি গাছের ডালে শুখোতে দেব ?—না, তা হলে বানরেরা ছিড়ে কুটিকুটি করে ফেলবে। তবে কি মাটিতে শুখোতে দেব ?—ন, তা হলে ধূলোয় ময়লা হবে। (দেখিয়া)—তবে কোথায় শুখোতে দি ? আচ্ছ, বাতাসে উড়ে এসে কতকগুলো শুক্ল পাতা এইখানে জড় হয়ে আছে—এরই উপরে বিছিয়ে শুকোতে দি । (তথাকরণ ) বুদ্ধায় নমঃ । (উপবেশন ) আচ্ছ, এখন তবে ধৰ্ম্মশ্লোক পাঠ করি। (অজ্ঞজন ইত্যাদি পূৰ্ব্বোক্ত শ্লোক পাঠ) কিন্তু না, যে বসন্তসেন দশ মুবর্ণ দিয়ে জুয়ারির হাত থেকে আমাকে উদ্ধার করেছেন, তার যত দিন না আমি প্রত্যুপকার করতে পারি—ততদিন আমার স্বর্গ কামনা করে কি ফল ?—তত দিন আমি তারই ক্রীতদাস । পাতার ভিতর থেকে কি যেন একটা নড়ে উঠচে—ব্যাপারটা কি ? অথবা বায়ুতাপে তপ্ত পাতা আদ্র বস্ত্রে উঠেছে ফাপিয়া —মনে হয় পাখী যেন নড়িতেছে পাখী ঝাপটিয়া ॥ (বসস্তসেন সংজ্ঞা লাভ করিয়া হস্ত প্রদর্শন) হায় হায়! একি ! শুদ্ধালঙ্কার-ভূষিত স্ত্রীলোকের হস্ত যে —এইযে, অপর হস্তটিও বের করেছে—এ হস্তটি যে আমি চিনি। সত্য কি সেই হস্ত