পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । >ዓ > তাকেই মনুষ্য বলি, কি করিতে পারে রাজা তার ? হস্তে তার পরলোক, কাড়ি লয় সাধ্য আছে করি ? বসন্ত.সনা-বধ নামক অষ্টম অঙ্ক । নবম অঙ্ক । দৃশ্য –বিচারালয় । (কখন বাহিরে কখন ভিতরে) শোধনকের প্রবেশ । শোধ –বিচারকেরা আমাকে এই আজ্ঞা করেছেন ঃ—“দেখ শোধনক ! বিচার-মণ্ডপে গিয়ে আসন সব সাজিয়ে রাখো”—তাই সেখানে বাচি । এই তো বিচার-মণ্ডপ—এখন তবে ভিতরে যাই। বিচার-মণ্ডপটি পরিষ্কার করে’ রাখা গেল—অ,সুন-গুল ও তো সাজানো হল—এখন বিচারকদের জানিয়ে আসি। একি ! সেই দুষ্ট পাজি রাজার শাল বাট যে এই দিকে আসূচে–ওর সামনে থেকে এই বেলা সরে পড়া যাক্ । (একান্তে অবস্থান) উজ্জ্বল-বেশ-ধারী শকারের প্রবেশ । শকার।—কাননে উদ্যানে বসি, জলবারি সলিলেতে করিয়াছি স্নান ।