মৃচ্ছকটিক । 8ילb শ্রেষ্ঠ কায়স্থ –চারুদত্ত-মহাশয় । বলুন, লজ্জা করবেন না—এ হচ্চে বিচারঘটিত প্রশ্ন ! চারু –(সলজে) দেখুন বিচারপতি-মহাশয়! কেমন করে এ কথা বলা যে গণিকা আমার মিত্র। কিন্তু না, এতে আমি যৌবনেরই দোষে দোষী, চারিত্র্য-দোষে নয়। - বিচা — হতেছে বিচারে বিয় ত্যজ লজ্জা হৃদিস্থিত। কহ সত্য শীঘ্ৰ করি' ছল গ্রাহ নহে হেথা ॥ লজ্জা করবেন না, এ হচ্চে মোকদ্দমা-ঘটিত প্রশ্ন । চারু –বিচারপতি ! কার সঙ্গে আমার মোকদ্দমা ? শকার –(সদপে) আমার সঙ্গে । চারু —তোমার সঙ্গে মোকদ্দমা ?—একথা যে অসহ ! শকার –ওরে স্ত্রীঘাতক ! অমন রত্নভূষিত বসন্তসেনাকে বধ করে’ এখন কপটতা করে নিজ দোষ ঢাকৃতে চেষ্টা কচি ? চারু –কি অসমৃদ্ধ কথা বলা ? বিচা –চারুদত্ত-মহাশয়! ও সব থাক। সত্য কথা বলুন, সেই গণিকা আপনার মিত্র কি না ? চারু —হঁ, মিত্র । বিচা –আচ্ছা, মহাশয়, বসন্তুসেনা এখন কোথায় ? চারু —গৃহে গেছেন। শ্ৰেষ্ঠী কায়স্থ –কিরূপে গেলেন ?—কখন গেলেন?—কার সঙ্গেইবী গেলেন ?
পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯৬
অবয়ব