পাতা:মৃচ্ছকটিক.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शुष्कृकप्रिंक । سob &< ভয়ে প্রাসাদের উপরকার ঘরে পায়ে বেড়ি দিয়ে আমাকে বেঁধে রেখে দিয়েছিল । দৃশ্য —প্রাসাদ। শকারের প্রবেশ । শকার –(সহৰ্ষে) মাংস, তিক্ত, অম, শাক, স্বপ, মৎস্ত, অন্ন গুড়োদন বসিয়া আপন গৃহে কিবা সুখে করিনু ভোজন ॥ (কাণ পাতিয়া শ্রবণ) ভাঙ্গা কাসার খনৃপনে আওয়াজের মত চণ্ডালদের গলার স্বর শোনা যাচ্চে না ?—আবার ট্যাডরা পেটারও শব্দ শোনা যাচ্চে —তবে নিশ্চয়ই দরিদ্র চারুদন্তকে বধ্যস্থানে নিযে যাচ্চে । এখন তবে দেখি । শক্রর মরণ দেখতে আমার বড় ভাল লাগে ! শুনেছি নাকি যে শক্রর মরণ দেখে, তার জন্মাস্তরে চক্ষুরোগ হয় না । পদ্মের ডাটার মধ্যে কীট যেমন ঢুকে কোন রকম করে একটা পথ খুজে বের করে, আমিও তেমনি কোন প্রকার উপায়ে চারুদত্তের মরণ ঘটিয়েছি—এখন ছাদের উপর উঠে আমার নিজের বাহাদুরির ফল স্বচক্ষে দেখা-যাক্ । (তথা করিয়া দর্শন) হি হি হি ! এই দরিদ্র চারুদত্তকে বধ করতে নিয়ে যাবার সময় এত লোকের সমারোহ ? আমার মত বড় লোককে নিষে যেতে হলে না জানি কি করে । ( দেখিয়া ) কেমন নূতন বলদের মত সাজিয়ে ওকে দক্ষিণ মশানে নিয়ে যাচ্চে। ভাল,