পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । } > যায়। তা ছাড়া, এই সন্ধ্যার সময় রাজপথে, বেগু, ধূৰ্ত্ত লম্পট, নীচ জাতীয় দাস, রাজার প্রিয়-পাত্র এরা সব বেড়িয়ে বেড়ায় । তাই ৰলছি মওক-লুব্ধ কালসৰ্পের মুখে মুষিক পড়লে যেরূপ হয়, এদের হাতে পড়ে, আমার সেইরূপ প্রাণটা যাবে। আচ্ছ তুমি এখানে বলে কি করবে বল দিকি ?—তুমিই যাও না । চারু –আচ্ছ, একটু দাড়াও, আমার জপট শেষ করি । নেপথ্যে —দাড়াও গে বসন্তসেনা দাড়াও । দৃশ্য—রাজপথ | অগ্রে বসন্তসেনা, তৎপশ্চাৎ পণ্ডিত-পারিষদ “বিট,” রাজশু্যালক “শকার,” ও নীচ জাতীয় দাসগণের প্রবেশ । বিট —বসন্ত সেন, একটু দাড়াও গো দাড়াও । বল দেখি কেন ভয়ে, ত্যজিয়া মৃদুল গতি নৃত্যের বিধানে যেন দ্রুতভাবে ফেলিছ চরণ, উদ্বিগ্ন-চঞ্চল-দৃষ্টে করিয়া কটাক্ষপাত ব্যাধ-ধৃত সচকিত মৃগী-সম করিছ গমন ॥ শকার –দাড়াও গো বসন্ত সেন, একটু দাড়াও । কোথা যাও কোথা ধাও পালাও কোথায় বালা জ্বলিত চরণে ? ভয় নাই ভয় নাই মাথা খাও, মাথা খাও, দাড়াও ললনে !