পাতা:মৃচ্ছকটিক.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిe মৃচ্ছকটিক । শর্বি . —এখন বল, আর তোমার কি প্রিয় কাৰ্য্য করতে পারি ? চারু –এর পর আমার আর কি প্রিয় বাসন থাকৃতে পারে ? অপবাদ-মুক্ত আমি, পদানত শত্রু যে গো তারে আমি করি মোচন । আর্যাক স্বহং মোর, অরি নিমূলিয়া, পৃথী রাজা হয়ে করেন শাসন । প্রিয়ারে লভিকু পুন, সখা আর্য্যকের সনে হল তব মিলন ঘটনা, কি আর অধিক আছে, যাহা আমি এইক্ষণে তব কাছে করিব প্রার্থনা ৷ কাহারে করেন তুচ্ছ, কাহারে করেন বিধি পূর্ণ ধন-মানে । করেন উন্নতি কারে, কাহারো বা অধোগতি বিবিধ বিধানে । বিপদ ঘটান কারো, আকুল করিয়া তুলি কম্বারো পরাণ । প্রতিপক্ষ পরস্পর, তাহারি সমষ্টি ভব —করি’ এই জ্ঞান বিধাত করেন ক্রীড়া, অমুসরি কুপ-যন্ত্র ঘটিকা বিধান ৷ এখন আমার যদি কিছু প্রার্থনা থাকে তবে সে এই – ভরত-বাক্য । গাভী হোক্ দুগ্ধবতী শস্ত পূর্ণ বসুমতী মেঘ কালে করুক বর্ষণ ।