পাতা:মৃচ্ছকটিক.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a.6 মৃচ্ছকটিক। চারু —রদনিকে ! তুমি মৈত্রেয়ের সঙ্গে যাওঁ । দাসী ।--যে আজ্ঞা । বিদু।–দেখ রদনিকে, এই বলি-দ্রব্য ও প্রদীপ তুমি ধর, আমি খিড়কির দরজাটা খুলি –(তথা করণ) গৃহের বাহিরে। বস।--ন জানি কে অনুগ্রহ করে খিড়কির দরজাটা খুলে দিলে— এইবার তবে প্রবেশ করি। এ কি ! একটা প্রদীপ যে (বস্ত্রাঞ্চলে নিৰ্ব্বাণ করিয়া প্রবেশ । ) গৃহের অভ্যন্তবে । চারু -—মৈত্রেয় ! এ কি হল ? বিদু –খিড়কির দরজাটা খুলে যাওয়ায় একটা দম্বকা হাওয়া এসে প্রদীপটা নিলে গেল। আমি ভিতর-বাড়া থেকে প্রদীপটা জেলে নিয়ে আসূচি। (প্রস্থান) w গৃহের বাহির । শকার –দেখ পণ্ডিত, আমি বসন্তসেনাকে একবার খুজে দেখি । বিট –খোজো—খোজে।। শকার –(তথা করণ। পণ্ডিত ! আমি ধরিচি–ধরিচি । বিট —আরে মূখ-এ যে আমি। শকার।--পণ্ডিত তুমি তবে একটু এখান থেকে সরে দাড়াও। ( অন্বেষণ করিতে করিতে রদনিকাকে ধরিয়া ) ও পণ্ডিত ! ধরেছি, ধরেচি । দাসী —মশাই, আমি দাসী । শকার –এই দিকে যাও পণ্ডিত—দাসী এই দিকে যাও—ও পণ্ডিত —ও দাসী—ও দাসী—ও পণ্ডিত—তোমরা পাশে সরে যাও । ( পুনৰ্ব্বার