পাতা:মৃচ্ছকটিক.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ২৩ কি সাহসে তুই তার গৃহে প্রবেশ করে তার পরিজনের এই রকম অপমান করিস ? দুরবস্থা হলে’ কারো নাহি অপমান, দৈবও না করে তার দণ্ডের বিধান । চারিত্র-বিহীন হয়ে যদি হয় ধনী, তাহারি প্রকৃতপক্ষে দুরবস্থা গণি ॥ বিট –( অপ্রতিভ হইয়া ) মহাব্ৰাহ্মণ ক্ষমা করুন, ক্ষমা করুন। আর একজনকে মনে করে ভুলক্রমে আমরা এই কাজটা করেছি— খুজিতেছিলাম মোর কামাতুরা নারী একজন— বিদু –কি ! এই স্ত্রীলোকটকে খুঁজছিলে ? বিট —না না, ছিছি—উহায়ে না —কোন এক স্বাধীন-যৌবন । পলাল কোথায় সে গো তারি ভ্রমে এই বিড়ম্বন ॥ মশায় আমাদের ক্ষমা করুন—আমাদের সৰ্ব্বস্ব গ্রহণ করুন ! ( খড়া ফেলিয়া দিয়া কৃতাঞ্জলি হইয়া পদতলে পতন ) বিদু –তুমি দেখচি ভাল লোক—ওঠে ওঠে । তোমাকে না জেনে তিরস্কার করেছিলেম। এখন জানতে পেরেছি, আমাকে ক্ষমা করবে। বিট —আমিই আপনার নিকট অপরাধী—আমিই আপনার ক্ষমার যোগ্য। একটা যদি কথা দেন, তা হলে আমি উঠি। বিদু। কি কথা, বল । विप्ने !-७ई दूडांडप्ले शनि फ्रांझनड भशं★ग्नएक न वळणन । বিদু –আচ্ছা, আমি বলব না।