S)e মৃচ্ছকটিক । বিদু।–দেখ সখা, রাজার শালা তোমাকে এই কথা বলতে বলেছে— झोङ्ग–कि ? বিদু।–“নব নাটকের স্বত্রধায়ের মত, স্বর্ণ-কাঞ্চনে ভূষিতা, বসন্তসেনা নামে একজন বেগু কামদেবের মন্দির-উদ্যানে তোমাকে দেখে অবধি তোমার প্রতি অনুরক্ত । আমরা তাকে পাবার জন্য বল প্রয়োগ করায় সে তোমার গৃহে প্রবেশ করেছে”। বস —(স্বগত) “তাকে পাবার জন্য বল-প্রয়োগ”?—এই কথাগুলিতে আমি আপনাকে সম্মানিত বলে’ মনে করচি । বিদু —আরও এই কথা বলতে বলেছে—“এখন যদি বিচারালয়ের বিনা নালিশে, আপনা হতেই আমার হাতে তাকে সমর্পণ কর, তা হলে তোমার সঙ্গে আমার প্রতি-সদ্ভাব থাকৃবে—নচেৎ আমরণ তোমার সঙ্গে আমার শক্রতা হবে ।” চারু —(অবজ্ঞার সহিত ) সে নিতান্ত মুখ। (স্বগত) আহা ! এই যুবতীটি দেবতার মত উপাস্ত। যখন রোহসেনকে গৃহাভ্যন্তরে আনতে বল্লেম, সেই সময়ে— অনুরুধ্য হইয়াও શ્રૃંt cમ| નાં 64 જીતન, পাছে এ দুরবস্থায় পাই আমি আতিথ্যের ক্লেশ । যদিও এমনি সে গো বলে বহু কথা, পুরুষ-সমক্ষে নাহি করে প্ৰেগলভতা ॥ (প্রকাতে ) দেখ বসন্তসেন, আমি তোমায় না চিনতে পেরে, আমার দাসী ভেবে তোমার প্রতি যে আচরণ করেছি, তার জন্ত আমি অপরাধী এখন নত-মস্তকে তোমায় অনুনয় করচি, আমাকে মার্জনা কর ।
পাতা:মৃচ্ছকটিক.djvu/৪২
অবয়ব