পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । - (t) বসং –কর্ণপুরক ! তোকে যে আজ বেশ প্রফুল্ল দেখছি— ব্যাপারটা কি ? কৰ্ণ –(সবিস্ময়ে ) ঠাকরণ ! একটা বড় সুযোগ হারালেন, কর্ণপুরকের আজ বিক্রমটা দেখতে পেলেন না । বসং –কর্ণ-পূরক! কি—কি ?—ব্যাপারটা কি ? কৰ্ণ –ঠাকরণ শুনুন তবে । ঠাকরণের সেই খুট মোড়ক নামে দুষ্ট হাতিটা বাধনের থাম ভেঙ্গে, সদর-মাহুতকে বধ করে সমস্ত স্থান তোলপাড় করে রাজপথে বেরিয়ে পড়েছে—আর লোকেরা চীৎকার করে বলচে — সরাও বালকজনে, বৃক্ষ ও প্রাসাদে শীঘ্র কর আরোহণ, দেখিছ না দুষ্ট হাতি এই দিকে মত্ত ভাবে করে আগমন ? অপিচ ঃ– বাজিছে নুপুর পায়ে, ছিড়িয়া পড়িছে মণি-খচিত মেখলা, খসি পড়ে নারীদের রত্নাঙ্কুর-জলবদ্ধ মনোহর বালা ॥ তার পর সেই দুষ্ট হাতিট, পা, শূড় ও র্দীত দিয়ে, পদ্ম ফুলটির মত এমন যে উজ্জয়িনী নগর তাকে তোলপাড় করে', পূড় দিয়ে জল ছিটিয়ে একজন পরিব্রাজককে ভিজিয়ে, তাকে দুই দাতের মাঝে ফেলে দিলে—ভয়ে তার হাত থেকে দণ্ডকমণ্ডলু পড়ে গেল—আর রাস্তার লোকেরা তাই দেখে চীৎকার করে বলতে লাগল—“পরিব্রাজককে মেরে ক্ষেরের মেরে ফেল্পে” !