পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* মৃণালিনী شي. শীতল সমীরামী উষার পিঙ্গল মূৰ্ত্তি বাণীতীরবনে উদয় হইল। তখনও মৃণালিনী আহত মস্তক ধারণ করিয়া সোপানে বসিয়া আছেন। গিরিজায়া জিজ্ঞাসা করিল, “ঠাকুরাণী, আঘাত কি গুরুতর বোধ হইতেছে।” মৃণালিনী কহিলেন, “কিসের আঘাত ” १िों। भांथांग्न । মৃ। মাথায় আঘাত ? আমার মনে হয় না।