পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ఝt মেঘদূত । কনখল । ( ৫• শ্লোক পূঃ মেঃ । ) হরিদ্বারের সন্নিহিত তীর্থ বিশেষ । এই স্থানে দক্ষষজ্ঞ গুইয়াছিল বলিয়া প্রবাদ আছে। পাণ্ডার এখনও ঐ যজ্ঞকুও দেখাইয়া দেয় । স্কন্দ্ব পুরাণে “কনখল” নাম সম্বন্ধে নিম্নলিখিত্ত শ্লোকটী পাওয়া স্নায় :– “খলঃ কোনাইর মুক্তিং বৈ ভজতে তন্ত্র মজ্জলা২। জডঃ কনখল তীৰ্থং না। চক্ৰ মুনীশ্বরঃ ” অর্থাৎ এমন থল কে আছে যে এই তীর্থে স্বান করিলে সে মুক্তি লাভ না করে ? এই জন্ত মুনি সকল এই তীর্থের নাম “কনখল” রাখিয়াছেল । কালিদাস । কালিদাস ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কবি, তিনি ভারতের কfবকুলরাজচক্রবর্তী। তাহার অন্তুষ্ট কব্যিশ: পৃথিবী ব্যাপ্ত। এ দেশের লোকে তাছাকে সরস্বতী দেবীর বরপুত্র বলিয়া থাকেন। সুসভ্য ইউরোপ খণ্ডে ও তাছার আদর কিছুমাত্র নূ্যন নছে । মহামহোপাধ্যায় পত্তিভবন মনিয়র উইলিয়ামস কালিদাসকে ভারতের সেক্ষপীর বলিয়াছেন। সুপ্রসিদ্ধ পণ্ডিত উইলসন, সার উইলিয়াম জোন্স, গ্রিফিথস প্রমুখ মনীষিগণ র্তাহার অলৌকিক কবি-প্রতিভার ভূয়সী প্রশংসা করিয়াছেন। জাৰ্ম্মাণ দেশের অসাধারণ পণ্ডিত এবং কবি গেটে কালিभ ॐअडिझान শকুন্তল” নামুক নাটক পাঠে চমংকুত্ত ও যুদ্ধ