পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. 2 . মেঘদূত । - খ্ৰী: স্বার্ট এলফিনষ্টো বলেন কালিদাস খৃঃ ৫ম শতাব্দীতে আবির্ভূত হইয়াছিলেন। (৮) উজ্জয়িনী নগরে খৃঃ ৬ষ্ঠ শতাব্দীতে যশোধৰ্ম্মদেব অথব। হর্ষবিক্রমাদিত্য নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন । অনেকের মতে কালিদাস এই রাজার সভায় নবরত্বের মধ্যে শ্রেষ্ঠ রত্ব ছিলেন । সেই নবরত্ন সম্বন্ধে এই প্রসিদ্ধ শ্লোকটা দৃষ্ট হয়:“ধন্বন্তরি ক্ষপণকামরসিংহশস্কুবেতালভট্টঘটকপরকালিদাসঃ। খাতে বরাহ মিছিরো নৃপতে: সভায়াংরত্বাণি বৈ বররুচিনৰ বিক্রমস্য।” ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকপর, কালিদাস, বরাহমিহির এবং বররুচি—এই নয়জন পণ্ডিত নবরত্ন বলিয়া প্রসিদ্ধ * বিখ্যাত কাশ্মীর ইতিহাস “রাজতরঙ্গিনা”র রচয়িতা কহলনমিশ্র এক বিক্রমাদিত্যের উল্লেখ করিয়াছেন। ঐ বিক্রমাদিত্য কবিদিগের আশ্রয়দাতা এবং নানাবিধ বরণীয় গুণে অলঙ্কৃত ছিলেন । মাতৃ গুপ্ত, বেভাগ মেস্থ (মেন্থ= ভট্ট ) এবং ভর্তুমেন্থ এই তিন জন কবি র্তাঙ্গার সমসায়িক ছিলেন। অনেকে বিবেচনা করেন নীতিশতক প্রভৃতির কবি ভর্তৃহরি এবং ভর্তৃমস্থ একই ব্যক্তি। তর্ভুহরির শতক কাব্যগুলির ( নাতি শৃঙ্গার ও বৈরাগ্য ) রচনা কালিদাসের রচনার অনেকট। অনুরূপ। কালিদাসের শকুন্তলা নাটকের মধ্যে ভর্তুগরিব রচিত ২১ শ্লোক প্রক্ষিপ্ত আছে বলিয়া অনেকের ধারণা। কবি ভর্তৃঙ্গরি রাজা বিক্রমাদিত্যের জ্যেষ্ঠ ভ্রাতা ও স্বয়ং রাজা ছিলেন বলিয়া সাধারণ্যে যে প্রসিদ্ধি আছে, তাছা শতককাব্যগুলির প্রাফেসর এই জোকাৰি দিশৰ অনুসন্ধানের পর স্থির ক্ষয়িছেন ৰে .१५ अङाकौंद्र भशलाcश्रज्ञ भूप्र्क इक्लिफ एा मारे।