পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*|s তাহার হস্তে প্রদান করিয়া তাঁহার হর্যোজ্জল মুখ দেখিয়া অতুল প্রীতি লাভ করিব, না তাহার গুণাবলী স্মরণ করিতে করিতে অবসন্ন হৃদয়ে স্নান মুখে এই পুস্তক তাহার শেষ স্মৃতিচিহ্ন মনে কয়িয় অশ্রুবিসর্জন করিতেছি । ভগবানের লীলা কে বুঝবে ? তাহার ইচ্ছা সফল হউক। শোকাচ্ছন্ন হৃদয়ের আবেগ ও অভিব্যক্তি পাঠক ক্ষমা করিবেন। এক্ষণে নিবেদন এই, সকলেই জানেন কোনও উৎকৃষ্ট কাব্যেরন্সফল অনুবাদ করা নিতান্ত কঠিন, অসাধ্য বলিলেও হয় ; মেঘদূতের স্থায় মধুরতম আদর্শ-কাব্যের ত কথাই নাই। বিষয় নিতান্ত গুরু, আমি তাহাতে কতদূর কৃতকার্য হইয়াছি তাহার বিবেচনাভার পাঠকের উপর। তবে ভরসা আছে যে বিষয়ের গুরুত্ব অনুধাবন করিয়া সহৃদয় পাঠক পাঠকবর্গ পুস্তকের ক্রটি এবং দোষ উপেক্ষা করিবেন। তাহীদের নিকট উৎসাহ পাইলে ভবিষ্যৎ সংস্করণে গ্ৰন্থখানিকে সূৰ্ব্বাঙ্গমুন্দর করিতে চেষ্টা করিব। অলমতিবিস্তরেণ । কুচবিহার রাজধানী, } ১লা ফাল্গুন, ১৩১৪ । শ্ৰীঅখিলচন্দ্র পালিত।