পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3。 , মেঘদূত । “গিরিপ্রান্তু সব করেছে আবৃত পক্ক ফলপূর্ণ আম্রের কানন, তৈল-সিক্ত-কেশ-বরণ-নিন্দিত— তুমি তার শিরে বসিবে যখন – घृत्व श्रृछा छ'हर्ड अभन्नै अभन्न দেখি সেই দৃশ্ব ভাবিবে মানসে, শ্যামমুখ, গেীর, পীন পয়োধর শোভা পায় যেন ধরণ উরসে ॥ ১৮ ॥ ১–৮ ॥ “তুমি খন সেই- আম্রকুট গিরির চূড়ায় বসিয়া বিশ্রাম করিবে, তখন এক আশ্চৰ্য্য শোভা হইবে। এই আষাঢ় মাসে সেই পৰ্ব্বতের চারি পীশ্বে (Slopes) বস্ত আম্রবৃক্ষেপ্ত আম্র সকল পাকিয়া স্বর্ণবর্ণ হইয়াছে। এত আম পাকিয়াছে যে পৰ্ব্বতের বাহিরুদিকৃট আমের রঙে একেবারে গৌরবর্ণ হইয়া উঠিয়াছে। ঠিক্‌ তৈলসিক্ত কবরীবৎ কৃষ্ণবর্ণ তুমি ( মেঘ ) ঐ পৰ্ব্বতের চূড়ায় বসিবে। দূর শূন্ত প্রদেশ হইতে দেবষ্কার যুগল মিলনে মিলিত হইয়। ঐ দৃশু যখন দেখিবেন— তখন তাহারা ঐ পৰ্ব্বভটীকে ধরণী দেবীর বিশাল স্তন বলিয়। মনে করিবেন। স্তনের যেমন সমস্ত অংশ গৌর কেবল চুচুকট কৃষ্ণবর্ণ, সেইরূপ পাকা আমের রঙে এই পৰ্ব্বতের ও সমস্ত প্রদেশ গেীর এবং মোচাগ্র শিখরটা তোমার দ্বারা আচ্ছন্ন হইয়া কৃষ্ণবর্ণ দেখাইবে। মল্লিনাথ বলেন এই শ্লোকে পৃথিবীতে নায়িকার এবং মেঘে নায়কের ভাব আরোপিত হইয়াছে। ৩। তৈলসিক্ত-কেশ-বরণ-নিশ্চিত যাহার রঙের নিকট ঐ রূপ তেল মাপান § চুলের রঙ নিনা পায় ।