পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર t" মেঘধুত্ব। “একালে প্রণয়ী মুছায় যতনে খণ্ডিত নারীর নয়ন সলিল, অতএব রবি উদিলে গগনে রোধিও না তার পথ একতিল ; এসেছেন তিনি মুছা'তে অাদরে হিম অশ্রুধারা নলিনী-বদনে, তুমি যদি রুদ্ধ কর তার করে, মহারোষ হ’বে তপনের মনে ॥ ৩৯ ৷ ১—৮ ॥ এই প্রভাত সময়ে প্রণয়িগণ নিজ নায়িকায় নিকট ফিরিয়া আসিয়া র্তাহাদের ( খণ্ডিতানায়িকাদিগের ) চোখের জল মুছাইয়া দেন। খণ্ডিতাগণ নিজ নিজ দক্ষিত-বিরহে রাত্রিতে কঁাদিয়াছেন। সুর্য্যদেব রাত্রিতে স্থানান্তরে ছিলেন, বিরহিণী নলিনী সমস্ত রাত্ৰি কঁাদিয়াছে, নীহারাশ্রধারায় তাহার মুখ আপ্লুত হইয়া গিয়াছে। প্রাতে স্বৰ্য্য নলিনীর সেই অশ্রুসিক্ত মুখ মুছাইতে আসিতেছেন। অতএব হে মেঘ, তুমি তাছার পথ ছাড়িয়া দিও,—র্তাহার কররোধ করিও না। তাহা হইলে তাহার মনে বাসনাভঙ্গজনিত মহাক্রোধের উদয় হইবে। ২। খণ্ডিত৷=“অস্তাভোগচিহ্ন অঙ্গে অাসে যার পতি । "थसूिऊ” ऊांहींद्र নাম বলে শুদ্ধমতি।” ভারতচক্সের রসময়ন্ত্রী। ৭ । কর=কিরণ ও হন্ত দুই অর্থে ব্যবহৃত।