পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cमषनूठ “কোপভরে তোম|’ শরভের দল, যদি চাহে লম্ফে লঙিলতে হেলায়, ' নিজদেহ শুধু ভাঙ্গিবে কেবল । অতিদূরে তুমি,-পাইবে কোথায় ? বরষি তুমুল করকা-আসার করিও আকুল তাদের পরাণ, বিফল-করমে প্রয়াস যাহার সেজন নিশ্চয় লভে অপমান ॥ ৫৪ ৷ “মহেশ-চরণ প্রস্তরে অঙ্কিত রয়েছে তথায়,—যারে সিদ্ধগণে পুষ্প-উপহারে করেন পূজিত ;– করে প্রদক্ষিণ ভক্তি-নম্ৰ-মনে । শ্রদ্ধাসহ সেই পদ-দরশনে ঘুচে মানবের কলুষ-নিকর, দেহ পরিহরি অন্তিম-শয়নে হয় শঙ্করের নিত্য-সহচর ॥ ৫৫ ॥১-১৬ ॥

  • সেখানে শরভ নামে অষ্ট্রপদ বিশিষ্ট একপ্রকার যুগ আছে । তাহারা যদি অহঙ্কার বশতঃ লম্ফদিয়া তোমাকে ডিঙ্গাইয়। যাইতে চায়, তাহা হইলে তুমুল শিলাবৃষ্টি করিয়া তাহাদিগকে আচ্ছন্ন করিও । সে বিষম শিলাঘাতে তাহাদের অঙ্গ জর্জর হইবে । বিফলকাজে চেষ্ট1 করিলে কাছার বা অপমান মাত্র লাভ না হয় ? ৫০ । সেখানে দেখিবে পাথরের উপর মহাদেবের চরণের চিহ্ন স্পষ্ট বিদ্যমান আছে । সিদ্ধগণ সততই সেখানে পুষ্প উপহারে শ্ৰীচয়ণ চিহ্নের পূজা করেন । তুমি ভক্তিভরে সেই চরণ প্রদক্ষিণ করিও। শ্রদ্ধাপূৰ্ব্বক ঐ পাদপদ্ম দর্শন করিলে ভক্তের দেহাস্তে অবিনশ্বর প্রমথ-পদ লাভ করেন । ৫৫ ॥

৫ । করকা-আসার=শিলাবৃষ্টি । ৭। প্রয়াস= চেষ্ট । " ss । क्लूष निकब्र= भागमभूश् ।। २५ । वद्धिमनङ्गप्न-शृफूा नशाइ ।