পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অঙ্ক মেঘনাদবঞ্চনাটক । 86. . দশামুনের ছুর্নির্বার কোপাগ্নি জলধির জল শোষণ কর্যেও তেীরে দগ্ধ কোর ৰে, তুই তাৱ উপায় কি ভেবেছিস ; ( প্রস্থান-ওপশীত হনুমনের গমন )— লক্ষ্মণ । দেখে হনুমান ! বেট; বেন কোন প্রকারে পালাতে নাপায়। ( আসি আস্ফালন কর্যে গমন } বিভী । উঃ! বেট’ব কি তেজ ! কি বীরত্ব । সম্পূর্ণ নিরস্ত্র তৰু কার মাধ্য নিকটে যায় । বেটীকে বিনাশ আস্থ কস্ত্যেই হবে, ঘাই লক্ষ্মণকে সাহস দিইগে । 2 ) झ्नु ( নেপথে ; জয় জয় রাম--জয় বীর লক্ষ্মণ । বিভী । লঙ্ক। অর্জু বীর শূন্য হলে ! রে কুলাঙ্গার রাবণ দুবাত্মন! তেীর পাপেই রক্ষস কুল নিৰ্ম্মল হল । স্বর্ণ কাস্তি লঙ্ক ছারথষ্ট্রর হলে । ( শোনিতাক্ত বস্ত্রে লক্ষ্মণ বিভীষণ এবং গান ও মৃত্যকরিতে করিতে হুনুমানের পুনঃ প্রবেশ ও দেবগণ কর্তৃক পুষ্পবৃষ্টি ) । রাগিণী ভৈরবী—তাল খেম্টা। হনু । জয়, জয় জয় রাম রঘুনন্দন । , জয় ইন্দ্রজিত জয়ী লক্ষ্মণ ॥ । অখিল ভৰ মগুলে, মহাকীৰ্ত্তি প্রকাশিলে, হেলে, ইন্দ্রজয়ীশূরে করি দলন । ।