পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8છે. মেঘনাদ বধ নাটক ষষ্ঠ অঙ্ক शंधी প্রভু! তার পর অনেক ক্ষণ আর কিছু শুনা গেল ཊོ!-ས་ পরে নাসাঁয়ে হাতুৰ্দিয়ে দেখলাম আঁহ প্রাণ বায়ু তখন কে পরিভাগ করেছে । বিন্ধ । शं★. इग्नि ! ७ co, অকস্মাৎ বিনামেঘে বজ্ৰাঘাত ! বীর ইন্দ্রজিৎ এমন করে হত হবেন এত স্বপ্নেও ভাবি নাই । যে বীরের బ్రశో স্বর্গে ইন্দ্র এবং পাতালে বালকী সদ সশঙ্কিউছিল, আজু সেই বীরের পত্তন হলে তবু আকাশ কত্তে দিবাকরের পতন হলোন : তাবনীমণ্ডল রগতলে নীতি হলোন ? আজি ইন্দ্রজিতের পতনে একটি পক্ষীরও নিদ্র - ভঙ্গ হলোন ! হে বিধাতঃ ! তোমাতে সকলই সন্থবে-তুমি পৰ্ব্বতকে তৃণ এবং তৃণকে পঞ্চম কৰ্ত্ত্যে পার । হয় । লম্ব কৰ্ণ ; একবার ভেবে দেখ দেণুি আমির কি ধন হারিয়েছি ! ফুলের শ্রেষ্ঠ রক্ষঃস্কুল, রক্ষঃকুলের শ্রেষ্ঠ বীর ইন্দ্ৰজিত্, আজি অমর; সেই বীর ইন্দ্ৰজিতুকে হারলাম লঙ্কার শিরেরত্ন-বীর কুলের আদর্শ--রক্ষেীরাজের কুলচন্ত্র আজ অস্তগত হলো ! হে ধীর ! কে কুমার ইমু জত ! তুমি--এমন নবীন বয়সে জননীর কোল শুন কর্যে-- পত্নীর হৃদয় আঁধার করে চলে গেলে ; হে বার ; তোমার অকল মৃত্যু ঘটলে বলে আমি আক্ষেপ করিনা, তোমার মৃত্যু যদি অকাল মৃত্যু হয়, তবে পুর্ণ কাল মৃত্যু আর কার, বোল্‌বে ? অন্যে বৃদ্ধ বয়স পর্য্যন্ত বেঁচেও যে কাৰ্য্য সাধন কত্বে ন পারে, তুমি এমন তরুণ বয়সে তার লক্ষগুণ সমাধান করেছ । লম্ব। প্রভু ! ঠিকৃ বলেছেন, যে জন নিজ কৰ্ত্তব্য সাধুম না করেঃ