পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե Ց মেদিনীপুরের ইতিহাস । তাম্রলিপ্তের অনেক কথা জ্ঞাত হওয়া যায়। তাম্রলিপ্ত তখনও পূর্বভারতের প্রধান বন্দর ছিল। গুপ্তসম্রাটু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমীদিত্যের সমর প্রসিদ্ধ চীন পরিব্রাজক ফা-হিয়ান আর্য্যাবৰ্ত্ত-ভ্রমণে ব্যাপৃত ছিলেন । তিনি তাহার ভ্রমণের শেষ দুই বৎসর ( ৪১১–৪১২ খৃঃ অব্দ ) তাম্রলিপ্ত বন্দরে বাস করিয়া বৌদ্ধগ্রন্থের প্রতিলিপি প্রস্তুতকরণে এবং দেবমূৰ্ত্তির চিত্রসঙ্কলনে নিরত ছিলেন । * ফা-হিয়ান সমুদ্রোপকুলবর্তী তাম্রলিপ্ত নগরে আসিয়া ২৪টি সঙ্ঘারাম ও বহুতর বৌদ্ধাচার্য্য সন্দর্শন করিয়াছিলেন। তিনি তাম্রলিপ্ত হইতেই অর্ণবযানে আরোহণ করিয়া সিংহলযাত্র করেন । t সম্ভবতঃ ফা-হিয়ান হিন্দুগণকে বিশেষ শ্রদ্ধার চক্ষে দেখিতেন না, সেই জন্য র্তাহার লিখিত বিবরণে কোন হিন্দু-কীৰ্ত্তির উল্লেখ দেখিতে পাওয়া যায় না। খৃষ্টায় ৫২৬ অব্দে আচাৰ্য্য বোধিধৰ্ম্ম তাম্রলিপ্ত হইয়া সমুদ্রপঞ্চে কান্টনযাত্রা করেন। তথা হইতে তিনি চীন সম্রাটের সভায় আহত হইয়াছিলেন। সেই বোধিধৰ্ম্মের ‘কাষায়’ ও ‘ভিক্ষণপাত্র জাপানের ইক্রুণ মঠে বহুকাল রক্ষিত ছিল । তিনি এ দেশ হইতে 'প্রজ্ঞাপারমিত হৃদয়স্থত্র ও উকীষবিজয়ধারিণী' নামক যে তন্ত্রগ্রন্থ লইয়৷ তথায় গিয়াছিলেন, বঙ্গক্ষেয়ে লিখিত সেই গ্রন্থ দুখানি জাপানের প্রসিদ্ধ ‘হোরিউজি মঠ” হইতে আবিষ্কৃত হইয়াছে। আজও জাপানের সিঙ্গোন বা তান্ত্রিকগণ যে সকল স্তব-কবচাদি লিখিয়া পাঠ বা ধারণ করিয়া থাকেন, সে সমুদয় পূৰ্ব্বোক্ত বঙ্গাক্ষরের আদর্শে লিখিত। : '

  • গৌড়রাজমালা—১ম ভাগ, ১ম খণ্ড—পৃঃ ৫ । t Cowell's Elphinstone, p. 288 (App. IX. )

বিশ্বকোষ-১৭শ ভাগ—পৃ: ৪১১।

  • ब्रिद्धांछरक ফা-হিয়ান ।

আচাৰ্য্য বোধিধৰ্ম্ম ।