পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-উৎকল-রাজ্য। ১২১ অধিকতর সম্ভবপৱ ! এই সকল কারণে ইহাই সিদ্ধান্ত করা যায় যে, ধৰ্ম্মমঙ্গলে উল্লিখিত রাজা ধৰ্ম্মপাল গৌড়েশ্বর নহেন, তিনি কোন প্রাদেশিক রাজ ছিলেন । অধিকন্তু ঐ সময়ে উক্ত নামে যে দুই জন প্রাদেশিক রাজা বৰ্ত্তমান ছিলেন, তন্মধ্যে দণ্ডভুক্তির রাজার সহিত র্তাহার ঘনিষ্ঠতর একতা পরিলক্ষিত হওয়ায় ধৰ্ম্মমঙ্গলের ধৰ্ম্মপাল ও দণ্ডভুক্তির ধৰ্ম্মপাল একই ব্যক্তি ছিলেন বলিয়া অনুমিত হয়। আর প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয়ের অনুমান যদি ঠিক হয়, তাহা হইলে এই তিন ধৰ্ম্মপালকে একই ব্যক্তি বলা যাইতে পারে । কর্ণসেনের পুত্র লাউসেন বিপুল-বিক্রমশালী বীর হইয়া উঠিয়াছিলেন। তিনি অজয় নদের তীরস্থ ঢেকুর-রাজ্যের অধীশ্বর ইছাই ঘোষকে পরাজিত ও নিহত করেন । ময়নামাথা লাউসেন। গড়ে রাজা লাউসেনের কীৰ্ত্তি-নিদর্শন অদ্যাপি প্রদর্শিত হইয়া থাকে। তিনি ময়নাগড়ের চতুর্দিকে শত-বিঘা-ব্যাপী যে গড়খাত করিয়াছিলেন, উহার মধ্যে র্তাহার বাটীর ভগ্নাবশেষ অদ্যাপি দৃষ্ট হয়। * রঙ্কিণী-নায়ী বালী ও লোকেশ্বর-নামক শিষলিঙ্গ তাহারই প্রতিষ্ঠিত বলিয়া সাধারণের বিশ্বাস । বৃন্দাবনচকে যে ধৰ্ম্মঠাকুর আছেন, তাহাও লাউসেনের প্রতিষ্ঠিত বলিয়া অনেকে মনে করেন । অজয় নদের তীরে ইছাই বোধের প্রাসাদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। 1 পঞ্জিকায় কলিযুগের রাজাদের নামের মধ্যে লাউলেনের নামও দৃষ্ট হয়। কিন্তু বৰ্ত্তমান যুগের কোন কোন ঐতিহাসিক লাউসেনের অস্তিত্বেই সন্দিহান। • District Gazetteer—Midnapore-p. 208. # Hunter's Annals of Rural Bengal.