পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব। >&& রায়ের বয়স, বসন্ত রায়ের মৃত্যুকাল প্রভৃতি বিষয়ে যে সকল যুক্তি-তর্কের অবতারণা করিয়াছেন, সে সকলের মীমাংসার জন্য ওরূপ কষ্ট কল্পনার আশ্রয় লইতে হইত না। ঈশা খাঁর মৃত্যুর পর হিজলী-রাজ্য কত দিন প্রতাপাদিত্যের অধিকারভুক্ত ছিল,তাহ সঠিক বলা যায় না। তৎপরে উহা মোগল সাম্রাজ্যভুক্ত হয়। বৈষ্ণবকুল-তিলক খামানন্দ দেবের ಕ್ಷ್ প্রধান শিষ্য ভক্তাবতার রসিকানন্দদেবের গোপীজনবল্পত দাস রচিত একখানি প্রাচীন জীবনী-গ্ৰন্থ আছে । ঐ গ্রন্থ হইতে জানা যায় যে, রসিকানন্দ হিজলী-মণ্ডলের অধিকারী বলভদ্র দাসের কন্যা ইচ্ছাদেবীকে বিবাহ করেন । রসিকনন্দ এই জেলার অন্তর্গত রোহিণীর রাজপুত্র ছিলেন। র্তাহার পিতার নাম রাজা অচ্যুতানন্দ। মাতার নাম রাণী ভবানী । হিজলীর মণ্ডলঅধিকারী বলভদ্র দাস তথায় রাজার ন্যায় বাস করিতেন। রসিকমঙ্গল গ্রন্থে বলভদ্র দাসের নিম্নলিখিতরূপ পরিচয় আছে —— “হেনকালে হিজলী মণ্ডল অধিকারী। সদাশিব ভ্রাতা বলভদ্র নামধারী ॥ বিভীষণ মহাপাত্র খুল্লতাত তার। রাজ-পরিচ্ছদে তথা থাকে সৰ্ব্বকাল ॥ রাজ্য-অধিকারী আর বহু ধনবান। হিজলী-মণ্ডলে নাহি হেন ভাগ্যবান ॥ পাণিন্দ্রব্য নানা রত্ব হীরা মতিমালা । সুবর্ণ জিনিয়া বস্ত্র টাকা অসংখ্যালা ৷ 德 তমলুক হইতে সারদাচরণ মিত্র কর্তৃক সম্পাদিত রসিক-মঙ্গল—পৃ: ৪৩।