পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।
১৩

মান জেলার রাণীগঞ্জ, হুগলী জেলার জাহানাবাদ এবং হাবড়া জেলার পশ্চিমাংশ হইয়া মেদিনীপুর জেলার চিতুয়া ও মহিষাদল পরগণা পর্য্যন্ত বিস্তৃত ছিল। ১৬টি মহাল সরকার মান্দারণের অন্তর্ভূত ছিল; তন্মধ্যে বর্ত্তমান মেদিনীপুর জেলার পূর্ব্বোক্ত অংশ নিম্নলিখিত ৪টি মহালের অন্তর্ভূত হয়:—[১]

 (১) চিতুয়া—দাসপুর থানায় এখনও এই নামে একটি পরগণা আছে। (২) সাহাপুর—ডেবরা থানায় এই নামেও একটি পরগণা বিদ্যমান। (৩) মহিষাদল—রূপনারায়ণ ও হলদীনদীর মধ্যবর্ত্তী প্রদেশটি তৎকালে এই মহালের অন্তর্গত ছিল। মহিষাদল নামেও একটি পরগণা আছে। (৪) হাভেলি মান্দারুণ—এই জেলার অন্তর্গত চন্দ্রকোণা ও বরদা পরগণা এবং হুগলী জেলার কিয়দংশ এই মহালের অন্তর্ভূত ছিল।

 উড়িষ্যাপ্রদেশের অন্তর্গত সরকার জলেশ্বর নিম্নলিখিত ২৮টি মহালে বিভক্ত ছিল, দেখা যায়, তন্মধ্যে বর্ত্তমান মেদিনীপুর জেলায় ২০টি মহাল পড়ে।[২]

 (১) বগড়ী—এই জেলার অন্তর্গত চন্দ্রকোণা ও গড়বেতা থানায় এখনও এই নামে একটি পরগণা আছে।


  1. Blochman's Geographical and Historical notes on the Burdwan and Presidency Division in Hunter's Statistical Account of Bengal Vol. I. pp. 369.
  2. Blochman's Notes in Hunter's Statistical Account of Bengal Vol. I. p. 359; J. Beam's notes on Akbari Subas No. II. Orissa in J. R. A. S. 1896 pp. 743-765; Rai Manomohan Chakrabarti Bahadur's “Notes on the Geography of Orissa” J. A. S. B. Vol. XII. 1916 No. 1 pp. 46-56.