পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক বিবরণ। *Vo প্রাগৈতিহাসিক যুগের আলোচনায় আমরা খৃষ্টের জন্মের তিন সহস্ৰ বৎসর পূৰ্ব্বেও তাম্রলিপ্তের পরিচয় পাই। এক্ষণে মহাভারতীয় ঘটনা কোন সময়ে ঘটিয়াছিল, দেখা যাউক । | আমাদের দেশীয় পঞ্জিকার মতে মহারাজ যুধিষ্টিরাদি"কলির প্রথম রাজা ছিলেন। এক্ষণে কলেখতাব্দঃ প্রায় পাঁচ হাজার বৎসর। তাহা হইলে খৃষ্টের জন্মের প্রায় ৩১০০ বৎসরু পূর্বে পাণ্ডবগণের অভু্যদয়কাল হয়। কিন্তু দেশীয় ও বিদেশীয় প্রঃ ১ বিঘ্নগণ ইহার ভিন্ন ভিন্ন সময় নিরূপণ করিয়াছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের মতে কুরুক্ষেত্র-যুদ্ধের কাল খৃষ্ট-পূৰ্ব্ব ১৪৩০ । * রমেশচন্দ্র দত্ত মহাশয়ের মতে ১২৫০ খৃষ্ট-পূৰ্ব্বাদে কুরুপাণ্ডবের যুদ্ধ হর । { অধ্যাপক কোলক্ৰক সাহেব গণনা করিয়াছেন, পৃষ্ট-পূৰ্ব্ব তুর্দশ শতাব্দীতে এই মহাযুদ্ধ হইয়াছিল। উইলসন সাহেব ও এল্‌ফিনষ্টোন সাহেব সেই মতই গ্রহণ করিয়াছেন। ঃ উইলফোর্ড সাহেব বলেন যে, ১৩৭ খৃষ্ট-পূৰ্ব্বাদে এই মহাযুদ্ধ হইয়াছিল। বুকানন সাহেবের মতে খৃষ্ট-পূৰ্ব্ব ত্রয়োদশ শতাব্দীতে। প্রাট সাহেব অম্বুমান করেন, খৃষ্টপূৰ্ব্ব দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে । হান্টার সাহেব প্রাটু সাহেবের মতাবলম্বী। ৭ কুরুক্ষেত্র-যুদ্ধ যে ঠিক কোন সময়ে হইয়াছিল, তাহার শেধ মীমাংসা এখনও হয় নাই ; ফলতঃ ইহার যে কোন একটি মত ধরিলেও তাম্রলিপ্ত-রাজ্যের প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যায় এবং মহাভারতীয় কালেও যে এ প্রদেশ বিশেষ গণনীয় • झकझब्रिज-छ्छौग्न नरकब्र१-शू: २७-२१ ।। History of Civilisation in Ancient India vol. I. p. 83. Cowell's Elphinstone, Book III. ch. III. p. 156. . Hunter's Brief History of the Indian people pp. 58-59.