পাতা:মোহন-মাধুরী.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহন-মাধুরী। একমাত্র মেহাঁধার তনয়ার মুখ ন চাঁহিলে একবার। পুরুষের মন : কি দিয়া পঠিলা বিধি। কয় অনায়াসে স্নেহমায়া বিসর্জন ? আর আমি— আমি . পারিবনা, পারিনা থাকিতে জীবন। ফেটে যায় বুক, যবে নিরখি তাহার মলিন বদন-জাহা সংশয়ে চিন্তার . এতটুকু হয়ে গেছে। বাছারে আমার কেন অভাগীর গর্ভে লভিলি জনম। (আখ সংরণ করিয়া ; পাষাণে বাধিলে বুক যদি হে রাজন। আপন মৰ্য্যাদা লয়ে ধাঁক ৰাজপুরে। যাই আমি পিতৃগৃহে, দাও অনুমতি। মাধুরীর মনোদুঃখ সহিতে নারিব যাই অামি পিতৃগৃহে, বাছারে লইয়া । আছে পিতাতছে ভ্রাতা৪নিবেন কথা । সকলে কি অভাগীরে টেলিবে চরণে । কেন নিরুক্তর তুমি, ন৷ কছিছ কথা ? দও বা না দাও আাজ্ঞা, করিব নিশ্চয় আছে মনে যাহা মোর ; নয়নপুতলি মনোগাধ পুরাইতে পারি যদি তার তবেই জানিব মম সার্থক জীৱন । দেখ কতদূর হয় নারীর চেষ্টায়,