পাতা:মোহন-মাধুরী.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহন-। তর। সে কথা রাগীযা ঢের বুঝিয়েছিলেন ; কিন্তু রাজাকি মেয়ে মানুষের কথায় কান দেন। তবে মন্দের ভাল এই যে রাগিীমার অনেক পড়া পীড়ি ও ৩য় দেখান৬ে রাজা বলেছেন “যদি কোন দৈব ঘটনায় নীলাম্বরের , অবস ফিরে যায় তাহলে তার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে আমার কোন আপত্তি নাই ।” মরিকা। যা হক ভাই, এখন তালয় ভালয় রাজকুস্বামীর ভাল হলেই বাচি ঐ বুবি সখি আসছে। ( যায়ীৱ প্ৰবেশ।) এস এম সখী রাজনন্দিী এস। তর । আহা। কমলিনীর এমন বিপ্লস বধন কেন ? বৃক বিনা প্ৰাণ কি বাচেনা সখি ? মাধুরী। জাবার তোমরাও কাটা ঘায়ে সুনের ছিটা দিতে জারও কলে ? তর। সে কি সৰি । আমরা কি তোমার প্রাণে কষ্ট দিতে পারি - আমরা মে তোমার হথের , দুঃখের দুখী। মণিৰা। সখি। অামার যেন মনে নিচ্চে যে তোমার কপাল এতদিন পরে ফিরেছে বাগানে জামরা যে মাউৰীং লতা সযমে রোপণ করেছিলেন, যার তলায় ভূমি ' এক দিন জলসেচন না করে থাকতে পারতেন', তার স্কুল অাজ ফুটেছে। তাইতে আমার বোধ হছে যে তোমার বিয়ের ফুল ও ফুটেছে।