পাতা:মোহন-মাধুরী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহন-মাধুরী। প্ৰথম অঙ্ক । প্ৰথম গর্ভাঙ্ক। উভয় মরী অন্যান্য সিংহাসনে সম ; পদে ও ( মালা নিজ নিজ ভাষার কি।) রাজ। মন্ত্রিবর । ছদ্মবেশে মম রাজ্যে দেখিছু সকলি তা তা করি ; মাঠ, কামন, প্রান্তর, উপত্যকা, নদীত ই, গিরিনি ভ্ৰমেছি সকাল আমি ; কিন্তু নাহি দেখ কোন স্থানে সরিয়ের বাস। পহে গৃহে নিরন্তর কলরব, বাহিৰ ক্ৰন্দন। তালিতেছে ময় এক আন্দের কারে হারিজেই পশুক্ষেধে যা-শ্যামধর।