পাতা:মোহন-মাধুরী.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিীৰ গর্তা। AS মল্লিকা । বোধ করি রাজ জার রাণী মা এই দিকেই আসছেন। চল আমরা লুকিয়ে ওঁদের কথা শুৰ এখন। [সকলের লুকায়িত হন] . (ৰাজ aীশয় ও নারী লীলাবতীর প্রবেণ }} লীলা। হর্ষবিকশিত নাধ ! তোমার বদন ; দাসীকে বল হে কেন আনন্দ সঞ্চার। জুখে শুখী দুঃখে দুঃখী আমি যে তোমার দাও জানন্দের ভাগ, বল বিবরণ। রাজ। এত দিন পরে প্ৰিয়ে। দারুণ ভাবনা যুচিল, নিস্তার পেনু ক্যাদায় হতে। গতনিশি শেষ ভাগে, শুভাদৃষ্ট বশে স্বপ্লাবেশে প্রত্যাদেশ হইল আমার, কি কর কি কর বীরকেশর মতি, কেমনে মিশ্চিন্ত হয়ে রয়েছ বসিয়া । ঘরে আইষ্য ক্যা রয়েছে যুবতী, কেমনে তাহারে বের রুচে অন্ন জল । 'অবলাসরলা বালা লাজ ভয়ে মরে । না হলে মুক্তকণ্ঠে তোমার তনয়। সাগ্রহে কহিত পিতঃ । দ ও পতিধনে। সছেনা সহেলা জার এদারুণ জ্বাল।। নীলাম্বরপূতে সতী অনুরাগবী, অবিলম্বে তারে কর ক্যা সম্প্রদান। কুণ্ঠিত হওনা ভাহে ; মহেশর বরে