পাতা:মোহন-মাধুরী.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড কলিকা। বাসর ঘরে অনেক মেয়েরই কথা কইতে পান। 'যাইতে সাৰ মায়। লজ্জা । কেবল পারেন যোহন । ঠাকুর !ি তুমি কি গাইবে । নতর। আমার বর থাকতে বলে পাইব । মোহন । তোমার সখিদের ত এ মত ? মনিকা । রলিকা ভুল কর এর ফন্দি বুঝতে পেরেছি। আমি একথার জবাব দিচ্চি,খ্যা আমাদের সকলেরই "এগত বটে ভাব তুমি যা কথা শুনতে চাচ্চ সে পর। কছে যে, তার বর আর ৰ! গাইলে সে গারেনা। মাধুরী। মল্লিক খানের কথা টেনে বলেছে। জা রমণী । ওমা বলে কি গে, । ফালে কালে কতই দেখব । মোহ। {। সে কাল অার একালে রে ভকত। সে । কালে সোমী ছিল ‘গুরলোক’ এখন কি জার তাই। আছে একালে সৌ ইগরের দলেই পড়েছে। আদিকা। এই পদ বৃদ্ধি কার কথন হয় ও নি হবে ও ।। "ধ রমণী। বলি, এটা কি বাজে কথাটেই কাটাবে। টো । রঙ্গ রসের কথা হক, গান টান হোক, তা বা কেবল যন্তি নন্তি । মোহম.। কেও ফুচফ ঠাকুর ঝি, এতক্ষণ কোখান । ছিলেন। নদ নগর’ কণী না হয় বিই দুটো বলে। আর গান টানের কথা ছেড়ে দাও ভাই ; যে টান খ্যাচ্চি এতেই প্রাণ হাস ফাস এর উপর আবার টান দিলে একে বারে দম জটি কে মারা যাব ।