পাতা:মোহন-মাধুরী.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিটীর গর্ভাঙ্ক। গৃহে অভিমারূপে জন্ম পরিগ্রহ করেন। আমার ও কথাই নাই। আমি প্রথমে শক্তিরূপে বর্তমান। ছিলেম। তৎপরে পঞ্চাননকে পতিরূপে পাবার । জ্য দক্ষগৃহে সতীসৃপে জন্মগ্রহণ করি। সে জন্মে। পতিৰ কণ! ম। শুনে পিতৃজে গিয়ে যে ভয়ানক। কাগু বাধিয়েছিলেম, তাত তোমরা সকলেই জান। পতিবাক্য লন্ডনের ফল হাতে হাতে পেতে হ’ল । পতিনিন্দা শ্ৰবণে থামদেই কলুষিত জার করে, সে দেহ অনলে বিসর্জর্জন কমে। পাপের প্রায়। চিত্ত হ’ল বটে, কিন্তু পিবকে হারালেম। তারপর গিরিরাজ ভবনে মেনকার গড়ে উমারপে জন্মগ্রহণ। কল্লেম। ভাগ্যে পূর্বজন্মে কায়মনো বাক্যে। শিবপুল করেছিলেন, তাইত এজন্মেও তিনিই আমার স্বামী হলেন। তবেই দেখ আমি যে । এখনও শিবপূজা করি তাহা নিতান্ত নিরর্থক নহে। উষা । মা, তুমি এ কথাটী অতি সুন্দর বুঝিয়ে দিলে আমি অতদূর বুঝতে পারিনি। এরী। ওসা জয় বিজয়াতোরা ফুললৈ গুলা এগিয়ে দে, আমি এক্ষণে পূজার ব্য। (জর বিজয়ার তথাকরণ ও গৌরীর পূগা উপবেশন। রেী। ময় ত্রিলোকরঞ্জন, ত্রিতাপহাণ, ৱি গুণধারণ, মহেশহে। • ত্ৰিভুবনকারণ, ত্রিনেত্রধারণ, রিপূব নাশন ও বেশছে। ৫