পাতা:মোহন-মাধুরী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিীর গতি। ( মহাদেবের প্রবেশ।) মহা। কি আশ্চৰ্য্য । বসি সবে নিশ্চেষ্টের প্রায়। নাহি কি গৃহের কার্য্য, হয়েছে সকলি । কি হথের , নাছি এর তুল ; যেমন গৃহিণী তার তেমন সঙ্গিনী । গর পেলে আর কিছু না চাহে ধরায়। গোরী। বাৰ মনে এল ভাই বললে খন্ধর । কি ভিক্ষা এনেছ এবে দেখাও সত্বৰ। গৃহে না থাকিলে কিছু সামরা কেমনে। পুরাব উদর তব পরম যতনে ? নারী যোরা, নারি হতে ভিক্ষায় বাহির। কি রূপে যে বিরূপাক্ষ। হইলে অশ্বির। যা এলছ দাও স্বরা, করিগে রন্ধন ; উদর পুরিয়ে তোলা করাব ভোজন । { ভিক্ষা বুলি প্ৰতি দৃষ্টি পৃথক। । যা ভেবেছি তাই হ’ল শূন্য ভিক্ষ বুলি ; নতুবা বেরুবে কেন, এত মিষ্ট বুলি । অলস হইলে নর নানা দোষ জুটে,। দিনে দিনে বল বুদ্ধি, জ্ঞান সব টুটে। ছি ছি, কি লজ্জার কথা বিদ’রয় হিয়া, কেমনে আইলে ফিরে, ভিক্ষানা করিয়া । কোন মুখে, নীলকণ্ঠ ! নিন্দ আমা সবে, ন জানি আনিলে ভিক্ষা, আারে কত হবে। =