পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস نال ) لا হইয়া যায়। বহুকাল পরে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ প্রায় ১৭৫ বৎসর পরে, যখন উহার নিকটবর্তী স্থান বাসের উপযোগী হইয় উঠে, তখন দূরস্থান হইতে লোক আসিয়া ধনধান্তের লোভে এই প্রদেশে বাস করে এবং তাহারাই উক্ত দুর্গ মধ্যস্থ জঙ্গল কাটিয়া আবাদ পত্তন করে । চারি পার্শ্বে প্রকাণ্ড মাটীর চিপি, এবং মধ্যস্থান নিম্ন দেখিয়া, তাহারা উহাকে প্রাচীন কালের কোন এক প্রকাগু দীঘি বলিয়া অনুমান করে । লোকে শুনিয়াছে, প্রতাপের পর একসময়ে চাদরায় কিছুকাল এই প্রদেশে রাজত্ব করেন ; তাছার স্বাক্ষরযুক্ত সনন্দ এখনও দেখা যায়। এইজন্ত তাহার উক্ত প্রাচীন দুর্গকে দুর্গ না বলিয়া “চাদরায়ের দীঘি” বলিয়া কীৰ্ত্তিত করে । এখনও সাধারণ লোকে মধ্যবর্তী স্থানকে “দীঘির বিল” বলে। কিন্তু প্রাচীন ম্যাপ ও অন্যান্ত বিবরণীতে উহ প্রাচীন দুর্গ বলিয়াই উল্লিখিত হইয়াছে। * কিন্তু প্রকৃত পক্ষে উহা দীঘি নহে। যদি উহা দীঘিই হইত, তাহা হইলে উহার মধ্যস্থলে প্রকাণ্ড সুন্দরী বৃক্ষ জন্মিত না । এখনও ২১ হাত মাটর নিয়ে মুনারী প্রভৃতি বৃক্ষের গুড়ি পাওয়া যায় । জলাশয় হইলে তাহার গর্ভে জোব মাটি জমিত, প্রকাও বৃক্ষ মাথা তুলিতে পারিত না এবং উহার মাটিতেও পাহাড়ের মাটীর মত সুন্দর রক্তাভ মাটী হইত না। পাহাড়ের উপর ও পাশ্বে খুঁড়িলে যেখানে সেখানে ইষ্টকরাশি বাহির হইত না। { দুর্গের পূর্বদিকে পরিখার বাহিরে একটি স্থানকে এখনও রাজবাড়ী বলে । ঐ স্থানে কয়েকটি পুকুর ও স্থানে স্থানে যথেষ্ট ইষ্টক পাওয়া যায়। সম্ভবতঃ এইস্থানে রাজপ্রসাদ ছিল এবং তাহ পূৰ্ব্বমুখী করিয়া নিৰ্ম্মিত হয়। রাজবাটীর সিংহদ্বার হইতে উত্তর দক্ষিণে বিস্তৃত একটি রাস্ত দক্ষিণ মুখে গিয়া wযশোরেশ্বরী S SSDD SDDB BBBS BB BB DDD BBD DDDB BB BB BB DD DS C DBB BBBS BD D S ge DD DBD BS BB BB DDD DD DD DD S gDDD DBBB বিলের ধানের একটা খ্যাতি আছে ; লোকে যত্ন করিয়া বেশী মূল্যে সে ধান খরিদ করিতে ভাল বাসে । + কতশত ইষ্টকপূহ যে ইহার মধ্যে প্রোথিত রহিয়াছে, তাহা বলা যায় না। গবর্ণমেণ্টেব DDDBB BBBS BBBBS BBB BBB BBB BB DDS DDD DDDDD DDBBS আবিষ্কৃত হইয়াছিল, এখানেও সেইরূপ কতকগুলি ইষ্টকপূহ পাওয়া ৰাইতে পারে। ।