পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసిg যশোহর-খুলনার ইতিহাস বাহিরে ঈশান কোণে একটি মন্দিরের ভগ্নাবশেষ আছে ; উহা শিব-মন্দির বলিয়া অনুমান হয়। দক্ষিণ-পূৰ্ব্বদিকে কালীর খালের কূলে প্রতাপাদিত্যের যে কালীর মন্দির এখনও একপ্রকার অভগ্ন অবস্থায় আত্মরক্ষা করিতেছে, উহার বিশেষ বিবরণ সুন্দর বনের ইতিহাসে দিয়াছি। (১ম খণ্ড, ৭৭-৮%) মোগলদিগের সহিত প্রতাপাদিত্যের রীতিমত সংঘর্য আরম্ভ হইলে, রায়গড় ষ্টতে আরও উত্তরদিকে, বর্তমান কাকনাড়া ও ভট্টপল্লীর সন্নিকটে, জগদ্দল নামক স্থানে আর একটি দুর্গ নিৰ্ম্মিত হয় ; উহারই নাম (৭) জগদলদুর্গ। ইহ গঙ্গার ঠিক পূৰ্ব্বতীরে অবস্থিত ; তিন দিকে বিস্তৃত পরিখা ছিল ; কেবল মাত্র পশ্চিমদিকে ভাগীরথী দ্বারা পরিথার কার্য হইত। কেহ কেহ অল্পমান করেন, প্রতাপের পূর্ব-বিভাগের সর্বপ্রধান কর্তা জগৎসহায় দত্তের নামানুসারে জগদল নাম হইয়াছে ; উহা সম্পূর্ণ বিশ্বাস করিতে পারি না, কারণ জগদ্দল নাম পূৰ্ব্বেও ছিল । * যদিও নান কলকারখানায় জগদলের অধিকাংশ ব্যাপিয়া রহিয়াছে, তথাপি তথাকার দুর্গচিহ্ন বিলুপ্ত হয় নাই। পরিখা গুলি সুস্পষ্ট আছে, স্থানে স্থানে উহার থাত পুষ্করিণীতে পরিণত করিয়া লওয়া হইয়াছে। ইহার উপর দিয়া সদর রাস্তা চালাইবার জন্য রীতিমত পুল করিতে হইয়াছে । দুর্গের মাঝখানে এখনও একটি বাধা ঘাটওয়ালা পুষ্করিণী “রাজপুষ্করিণী” নামে কীৰ্ত্তিত

  • প্রতাপাদিত্যের পূর্বেও জগদল ছিল । বঙ্গদেশের একটি বৌদ্ধ মহাবিহারের নাম ছিল, জগদ্দল । কিন্তু সে জগদ্দল এথানে কিনা, বলা যায় না । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রা মহোদয়ের মতে সে জগদ্দল পূর্ববঙ্গে রামপালের নিকট ছিল। মালদহে জগদল নামে দুইটি প্রাচীন স্থান বাহির হইয়াছে। উহার কোন একটি জগদ্দল মহাবিহার হইতে পারে বলিয়া কেহ কেই অনুমান করেন। (আধ্যাবর্ত, কীৰ্ত্তিক, ১৩১৮, ৪৯২ পৃঃ)। এখানেও যে গঙ্গাতীরে সেই মহাবিহার থাকিতে পারে না, তাহা নছে । হয়তঃ তাহার চিহ্নাদি দেখিয়াই প্রতাপ এস্থানে দুর্গ স্থাপনের মত করেন এবং হয়তঃ নামের মিল দেখিয়া জগৎসহায় দত্তেরও এগানে দুর্গ নিৰ্ম্মাণের উদ্যোগ হয়। ১৫৭৭ খৃষ্টাঙ্গে সমাপ্ত কবিকঙ্কণ চণ্ডীতে ধনপতি সদাগরের সিংহুল বাত্রার বর্ণনায় জগদলের উল্লেখ আছে ঃ–

“গরিফ ছাড়িয়া ডিঙ্গী গেল গোনালপাড়া, জগদল এড়াইয় গেলেন নপাড়া।” এই ১৫৭৭ খৃষ্টাব্দে বিক্রমাদিত্যের রাজত্ব কাল। নিশ্চয়ই তাহার অয়েক পরে এখানে झुर्बी निर्किड इग्न ।