পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ミネ যশোহর-খুলনার ইতিহাস সহকারী আর একজন বিশিষ্ট কৰ্ম্মাধ্যক্ষ ছিলেন, রূপরাম বা রূপবস্থ । ইনি বসন্ত রায়ের জামাতা। পদোন্নতিতে তিনি প্রতাপাদিত্যের রাজত্বের প্রথম ভাগে সমর-সচিব হইয়াছিলেন। যুদ্ধের পরামর্শ এবং যুদ্ধাদির আয় ব্যয় নিৰ্দ্ধারণ ও সামরিক ব্যবস্থা তাহার প্রধান কাৰ্য ছিল। রূপ বস্থর তীক্ষ্ণবুদ্ধি ও স্বল্প ব্যবস্থা বহুক্ষেত্রে প্রতাপের প্রধান সহায় হইয়াছিল। বংশীপুরে যশোহর-গ্লুর্গের দক্ষিণে “রূপরামের দীঘি” তাহার কীৰ্ত্তিচিহ্ন রাথিয়াছে । ৪ বসন্ত রায়ের হত্যার পর্ব এই রূপরাম শক্র হইয় তাহার সর্বনাশের পথ প্রস্তুত করেন। অন্ত কৰ্ম্মচারিগণের মধ্যে শ্ৰীপতি গুহ, বয়াজিৎ হাজারী ও জগৎসহায় দত্ত বিশেষ বিখ্যাত। ত্রপতি গুহ । স্বরাজ্য মধ্যে রসদ সংগ্ৰহ করিয়া উছার ব্যয়ের ব্যবস্থা করিতেন। বয়াজিৎ হাজারি | পররাজ্যে যাইবার জন্য রসদ সংগ্রহের ভারপ্রাপ্ত ছিলেন । জগৎসহায় দত্ত S পূৰ্ত্তবিভাগের প্রধান কৰ্ত্ত বা ইঞ্জিনিয়ার ছিলেন। কেহ কেহ বলেন র্তাহাবই নামানুসারে জগদ্দল দুর্গের নামকরণ হইয়াছিল। এই স্থলে আরও কয়েকজন নিম্ন কৰ্ম্মচারীর নাম করা যায় —আমীন ও রাজস্ব ংগ্রাহক কালনীর দত্ত, ৭। কারকুণ গোবিন্দ প্রসাদ এবং কানুনগো জানকীবল্লভ।

  • ইহাদের আদিম বাস ঢাকার অন্তর্গত মাল্গানগর । তথাকায় পৃথীধর বহু বংশে যদুনন্দন বিখ্যাত কুলীন ছিলেন। তৎপুত্র রূপরাম বসন্তরায়ের কস্ত বিবাহ করেন। রাজবৈবাহিক যদুনন্দন প্রভূত বৃত্তি পাইয়। অtধারমাণিকের নিকটবৰ্ত্তী মালঙ্গপাড়ায় আদিয়া যাগ করেন এবং রূপরাম যশোহরে রাজকাৰ্য্যে নিযুক্ত হন। পরে তাহার পদোন্নতি হইলে লক্ষ্মণকাটি নামক স্থান বৃত্তি পাইয়া যশোহরে বসতি করেন। তাহীর বংশীয়গণ এখনও টাকীর নিকটবৰ্ত্তী সৈদপুরে বাস করিতেছেন। -

প্রপতি গুহ জীপুরের “রায়” উপাধিধারী বঙ্গজ কায়স্থগণের পুর্বপুরুষ। } ইহারই নামানুসারে প্রাচীন যশোহরের সন্নিকটে বিস্তৃত বাজিতপুর পরগণা সম্ভবত: উহ। তিনি প্রতাপের নিকট হইতে জারগীর স্বরূপ পাইয়াছিলেন । ? इनि बैशं8षामौ कांग्रश् : कि एप्ऊ ङिनि अठाcश३ पृटेिशरथ भक्लिग्राहिलन, डाश নির্ধারণ করিত্তে পারা ৰায় নাই । কালনীর দত্ত বৰ্ত্তমান বনগ্রামের দত্ত বংশের প্রতিষ্ঠাতা। বাগ আচড় গ্রামে উহার BBB BBS BBS DDBB BBBBtO BBBB BBBBBBB BBB BBBB DD DDDDS এই বংশীয় স্বরূপ নারায়ণ টাকার জমিদারগণের খ্যাতনামা আমীন ছিলেন। তৎপুত্র বিষ্ণুচরণ ইংরাজ আমলে ডেপুটী পোষ্টমাষ্টার জেনারেল হইয়। “রায় বাহাদুর" খেতাব পান (১৮৯২)।